আইআইএম মুম্বই। ছবি: সংগৃহীত।
ক্রীড়াক্ষেত্রে দক্ষ ব্যবস্থাপক হয়ে ওঠার জন্য প্রয়োজন স্পোর্টস ম্যানেজমেন্ট সম্পর্কিত ধারণা। এ বার এই নিয়ে পড়ুয়াদের পাঠ দেবে দেশের প্রথম সারির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) মুম্বই। কোর্সে ভর্তির জন্য শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। অনলাইনে এখনও চলছে তা।
ক্রীড়াক্ষেত্রের ব্যবস্থাপনার এই কোর্সটি স্নাতকোত্তর স্তরের। তবে এর মেয়াদ এক বছর। ক্লাসে নানা বিষয়ে লেকচারের পাশাপাশি কর্মশালার আয়োজন করা হবে। কোর্সের বিষয়বস্তু সম্বন্ধে প্রশিক্ষণ দেওয়া হবে হাতেকলমেও।
কোর্সে আবেদন করতে পারবেন যে কোনও বিষয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর প্রাপকেরা। থাকতে হবে ক্যাট, জিম্যাট বা জিআরই-তে প্রাপ্ত নম্বরও।
কোর্সে ভর্তির ক্ষেত্রে আবেদনকারীদের যোগ্যতা নির্ণয় করা হবে প্রতিষ্ঠান আয়োজিত আইম্যাট পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। জমা দিতে ২,৫০০ টাকা আবেদনমূল্য। আগামী ৩১ জানুয়ারি আবেদনের শেষ দিন। পরীক্ষার আয়োজন করা হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। ইন্টারভিউ হবে মার্চে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।