আইআইটি মাদ্রাজ। ছবি: সংগৃহীত।
গ্রামাঞ্চলের স্কুল শিক্ষকদের মধ্যে ডিজিটাল শিক্ষার প্রসারে উদ্যোগী আইআইটি মাদ্রাজ। কৃত্রিম মেধা সম্পর্কে বিনামূল্যে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে প্রতিষ্ঠানের তরফে। কেন্দ্রীয় সরকারি পোর্টালের মাধ্যমেই দেওয়া হবে প্রশিক্ষণ।
গ্রামাঞ্চলের সরকারি স্কুলের শিক্ষকেরা অনেকেই কৃত্রিম মেধার বিভিন্ন দিক সম্পর্কে সচেতন নন। শ্রেণিকক্ষে পড়ুয়াদের পঠনপাঠন এবং শিক্ষাদানের ক্ষেত্রে কৃত্রিম মেধাকে কী ভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও সকলে অবগত নন। তাই ‘এআই ফর এডুকেটরস-কে ১২ টিচার্স’ শীর্ষক একটি বিশেষ সার্টিফিকেশন কোর্স চালু করা হবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্বয়ম প্লাস পোর্টাল থেকেই করা যাবে এই কোর্স। ক্লাস শুরু আগামী ৫ ফেব্রুয়ারি থেকে। ক্লাসের সময়সীমা ৪০ ঘণ্টা।
পাঠক্রমে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের কী ভাবে নতুন প্রযুক্তির সাহায্য নিয়ে শিক্ষাদান করা যায়, তার খুঁটিনাটি শেখানো হবে। শিক্ষকেরা বিভিন্ন ধরনের এআই টুলস সম্পর্কে জানতে পারবেন।
মোট আটটি মডিউলে থাকবে এআই টুলস, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, গেমিফিকেশন, স্টোরিটেলিং, এআই বেসড লেসন প্ল্যানিং, এআর বা ভিআর এনেবেল্ড ভিস্যুয়ালাইজ়েশন, এআই সাপোর্টেড অ্যাসেসমেন্ট, সাবজেক্ট স্পেসিফিক অ্যাপ্লিকেশন, ইনক্লুসিভ এডুকেশন স্ট্র্যাটেজিস এবং অনলাইন অ্যান্ড ব্লেন্ডেড লার্নিং প্ল্যাটফর্ম-এর মতো বিষয়।
আগ্রহীদের শিক্ষকেরা iitmpravartak.org.in -এ গিয়ে তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন। আগামী ৩১ জানুয়ারি আবেদনের শেষ দিন।