JU Admission 2025

লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে পড়তে চান? সুযোগ রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

কোর্সে আবেদনের জন্য পড়ুয়াদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক (অনার্স বা মেজর) হতে হবে ৫০ নম্বর-সহ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৯:৪৮
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

গ্রন্থাগারকেই কর্মস্থল বানাতে চাইলে জরুরি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে পড়াশোনা করা। এই বিষয় নিয়ে পড়তে চাইলে এ বার খোঁজ নিতে পারেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি স্নাতক স্তরে (বিএলআইএসসি) ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সমগ্র আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের বিএলআইএসসি কোর্সে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। কোর্সে আবেদনের জন্য পড়ুয়াদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক (অনার্স বা মেজর) হতে হবে ৫০ নম্বর-সহ। পাশাপাশি দ্বাদশের পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হবে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর-সহ। অন্য শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাও কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কোর্সে ভর্তির জন্য আবেদনকারীর দ্বাদশ, স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে গুরুত্ব দেওয়া হবে। তবে যাঁদের লাইব্রেরি সায়েন্সে কোনও সার্টিফিকেট কোর্স রয়েছে, তাঁদের ক্ষেত্রে সেই কোর্সে প্রাপ্ত নম্বরকেও গুরুত্ব দেওয়া হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement