NSOU UG Admission 2025

স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু এনএসওইউ-তে, কোর্সমূল্য কত?

স্কুল অফ হিউম্যানিটিজ়-এর দু’টি বিষয়, স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস-এর চারটি বিষয়, স্কুল অফ সায়েন্সেস-এর পাঁচটি বিষয়, স্কুল অফ এডুকেশনের একটি বিষয় এবং স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ়-এর দু’টি বিষয়ে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ১৮:০৭
Share:

এনএসওইউ। ছবি: সংগৃহীত।

রাজ্যের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)-এ বিভিন্ন বিষয়ে চার বছরের স্নাতক কোর্সের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে, ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জুলাই পর্বের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট কোর্সগুলিতে পড়ুয়া ভর্তি নেওয়া হবে।

Advertisement

স্কুল অফ হিউম্যানিটিজ়-এর দু’টি বিষয়, স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস-এর চারটি বিষয়, স্কুল অফ সায়েন্সেস-এর পাঁচটি বিষয়, স্কুল অফ এডুকেশনের একটি বিষয় এবং স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ়-এর দু’টি বিষয়ে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের জন্য প্রার্থীর দ্বাদশ উত্তীর্ণ হওয়া প্রয়োজন। ব্যাচেলর অফ আর্টস এবং ব্যাচেলর অফ কমার্স-র বিষয়ে পড়ার জন্য ৫,০৫০ টাকা জমা দিতে হবে। রসায়ন ও প্রাণীবিদ্যা বিষয়ের জন্য ৭,২৫০ টাকা জমা দিতে হবে। ভূগোল এবং উদ্ভিদবিদ্যা বিষয়ের ক্ষেত্রে ৭,০৫০ টাকা এবং গণিত বিষয়ের জন্য ৬,৬৫০ টাকা জমা দিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (www.wbnsou.ac.in) যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ১ অগস্ট থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া চলবে ৩০ অগস্ট পর্যন্ত। টাকা জমা দেওয়া যাবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement