How to become Police in WB

রাজ্যে পুলিশে চাকরি পেতে কী যোগ্যতা প্রয়োজন? কোন কোন পদে নিয়োগ হয়

পুলিশ হতে গেলে প্রয়োজন দক্ষতা, ধৈর্য এবং কঠোর অনুশীলন। প্রশাসনিক স্তরে কাজ শুরু জন্য পুলিশের বেশ কিছু পদ রয়েছে। কনস্টেবল, সাব ইনস্পেক্টর এবং সার্জেন পদে প্রথমে নিযুক্ত হয়ে কাজ শুরু করতে হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ২০:১০
Share:

পুলিশ হওয়া যায় কী উপায়। ছবি: সংগৃহীত।

খাকি পোশাক পরে দেশের শান্তিরক্ষার দায়িত্ব নেওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু সহজেই এই দায়িত্বভার অর্জন করা যায় না। পুলিশ হতে গেলে প্রয়োজন দক্ষতা, ধৈর্য এবং কঠোর অনুশীলন। প্রশাসনিক স্তরে কাজ শুরু জন্য পুলিশের বেশ কিছু পদ রয়েছে। কনস্টেবল, সাব ইনস্পেক্টর এবং সার্জেন্ট পদে প্রথমে নিযুক্ত হয়ে কাজ শুরু করতে হয়।

Advertisement

কনস্টেবল হওয়ার জন্য কী যোগ্যতা প্রয়োজন

সরকারি বিদ্যালয় থেকে দশম শ্রেণি পাশ করলে কনস্টেবল পদে আবেদন করা যায়। বাংলা ভাষায় লিখতে এবং পড়তে জানতে হয়। প্রার্থীকে ভারতের নাগরিক হতে হয়। সাধারণ বিভাগের ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছর। এসসি এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছর। সাধারণ বিভাগের পুরুষদের ক্ষেত্রে ১৬৭ সেন্টিমিটার উচ্চতা এবং গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি ও এসটি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ১৬০সেন্টিমিটার উচ্চতা থাকতে হয়। সাধারণ বিভাগের মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৬০ সেন্টিমিটার, গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি এবং এসটি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ১৫২ সেন্টিমিটার থাকতে হয়।

Advertisement

নিয়োগ প্রক্রিয়া: পশ্চিমবঙ্গে কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে অনেকগুলি ধাপ রয়েছে। প্রথমে প্রার্থীকে এক ঘন্টার মোট ১০০ নম্বরের প্রিমিলিনারি পরীক্ষা দিতে হয়। এর পর, পুরুষদের ক্ষেত্রে ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০মিটার এবং মহিলাদের ক্ষেত্রে ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়নোর, শারীরিক মাপকাঠির(পিএমটি) এবং দক্ষতার (পিইটি) পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা পাশের পর প্রার্থীকে ১ ঘন্টার ৮৫ নম্বরের মূল পরীক্ষা দিতে হয়। এর পর প্রার্থীকে ইন্টারভিউ রাউন্ড অতিক্রম করতে হবে। সবশেষে, এই পরীক্ষাগুলি পাশের পর প্রশিক্ষণ চলে। প্রশিক্ষণের শেষে কনস্টেবল হিসাবে নিয়োগ করা হয়। পরীক্ষাগুলিতে মূলত সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলি, প্রাথমিক গণিত,ইংরেজি, যৌক্তিক বিশ্লেষণের উপর প্রশ্নপত্র তৈরি করা হয়। কনস্টেবল পদে নিযুক্ত হয়ে কোনও কর্মী চাইলে পুলিশ বিভাগের আভ্যন্তরীণ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চতর পদে উন্নীত হতে পারেন।

সাব ইনস্পেক্টর হওয়ার জন্য কী যোগ্যতা প্রয়োজন

ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক পাশ করতে হবে। প্রার্থীকে অবশ্যই সাধারণ জ্ঞান সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। প্রার্থীর চিন্তাশক্তি অত্যন্ত প্রখর হতে হবে। যে সকল প্রার্থী স্নাতক তৃতীয় বর্ষে পড়ছেন বা সদ্য স্নাতক পাশ করেছেন, তাঁরাও এসআই পরীক্ষায় আবেদন করতে পারবেন। প্রার্থীর কাছে ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র থাকতে হবে।

২০ থেকে ২৭ বছরের মধ্যে থাকতে হবে প্রার্থীর বয়স। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর ছাড় থাকে। তদফসিলি জাতি ও তফসিলি জনজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর ছাড় থাকে। এবং যে সকল প্রার্থী আগে থেকে পুলিশ বিভাগে কর্মরত, তাঁরা যোগ্যতার ভিত্তিতে ৩৫ বছর পর্যন্ত এসআই পদে আবেদন করতে পারেন। এসআই বিভাগের নিরস্ত্র শাখায় গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি শ্রেণির প্রার্থীদের উচ্চতা ১৬০ সেন্টিমিটার প্রয়োজন। প্রার্থীর ওজন হতে হবে ৫২ কেজি। অন্যান্য সকল বিভাগের প্রার্থীর উচ্চতা ১৬৭ সেন্টিমিটার প্রয়োজন। প্রার্থীর ওজন হতে হবে ৬০ কেজি। সশস্ত্র শাখার ক্ষেত্রে গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি শ্রেণির প্রার্থীদের উচ্চতা ১৭৩ সেন্টিমিটার প্রয়োজন। প্রার্থীর ওজন থাকতে হবে ৫৪ কেজি। অন্যান্য সকল বিভাগের প্রার্থীর উচ্চতা ১৬৩ সেন্টিমিটার নির্ধারিত। প্রার্থীর ওজন হতে হবে ৬০ কেজি।

এসআই পদে নিযুক্ত হওয়ার জন্য মূলত চারটি ভাগে পরীক্ষা হয়ে থাকে। লিখিত বা কম্পিউটার বেসড (সিবিটি) এই পরীক্ষার প্রশ্নপত্র এমসিকিউ (মোটিভেশনাল স্ট্রাকচার কোয়েশ্চনেয়ার) কাঠামোতে করা হয়। মোট ২০০ নম্বরের পরীক্ষা হয়। সময়সীমা ধার্য থাকে ৯০ মিনিট। প্রতি প্রশ্নের সঠিক উত্তরে ২ নম্বর থাকে। এবং প্রতি প্রশ্নের ভুল উত্তরে সংশ্লিষ্ট প্রাপ্ত নম্বরের এক চতুর্থাংশ নম্বর কেটে নেওয়া হয়। জেনারেল স্টাডিস বিষয়ে ৫০টি প্রশ্নে মোট ১০০ নম্বর ধার্য থাকে। নিউমেরিক্যাল এবং মেন্টাল এবিলিটি পরীক্ষায় ২৫টি প্রশ্নে মোট ৫০ নম্বর থাকে। প্রাথমিক গণিত বিষয়ে ২৫টি প্রশ্নে মোট ৫০ নম্বর ধার্য থাকে। এর পর শারীরিক মাপকাঠির (পিএমটি) এবং দক্ষতার (পিইটি) পরীক্ষা হয়। প্রথম পরীক্ষার পর মাঠে দৌড়নোর শারীরিক পরীক্ষা হয়। যেখানে তিন মিনিটে ৮০০ মিটার দৌড়তে হয়। এই প্রক্রিয়া সম্পূর্ণ ক্যামেরা বন্দি থাকে। পিএমটি এবং পিইটি পরীক্ষা পাশের পর প্রার্থীকে চূড়ান্ত সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা পাশ করতে হবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য। ব্যক্তিত্ব পরীক্ষা এসআই নির্বাচনের এটি সর্বোচ্চ ধাপ। এই ধাপে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়ম অনুযায়ী ব্যক্তিত্ব পরীক্ষা দিতে হয়।

সাব ইনস্পেক্টর ছাড়াও সার্জেন্ট পদেও নিযুক্ত হয়ে প্রশাসনিক স্তরে কাজ শুরু করা যায়। কিছু বছর কাজের পর পদোন্নতির সুযোগ থাকে। পরীক্ষা দিয়ে অ্যাডিশন্যাল অফিসার ইনচার্জ এবং অফিসার ইনচার্জ পদোন্নতির হওয়া যায়। মূলত, ttps://wbpolice.gov.in/ এই ওয়েবসাইটটি এবং রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement