NSOU Admission 2025

বাংলা নিয়ে স্নাতক পড়ার পাশাপাশি বিশেষ ইন্টার্নশিপের সুযোগ এনএসইউ-তে

কোর্সফি ৯০০টাকা। বাংলা স্নাতক স্তরের যে কোনও শিক্ষার্থীই আবেদন করতে পারবেন। ‘হাইব্রিড’ ভাবে ক্লাস করানো হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ২০:০২
Share:

এনএসইউ। ছবি: সংগৃহীত।

বাংলা নিয়ে স্নাতক পড়ছেন এমন পড়ুয়াদের জন্য বিশেষ ইন্টার্নশিপের সুযোগ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে। বাংলা ব্যাকারণ, বানান বিধি, বাংলা অভিধান নিয়ে চর্চা, পেশাদারি ক্ষেত্রে বাংলা ভাষার প্রয়োগ, অনুলিখন পদ্ধতি, প্রশাসনিক শব্দাবলি, বাংলার লৌকিক সংস্কৃতি, গবেষণা প্রকল্প রচনা— এই সমস্ত বিষয়ের উপর আলোকপাত করা হবে। এ ছাড়াও বুক রিভিউ কী ভাবে করতে হয় তাও শেখানো হবে।

Advertisement

তিন মাসের কোর্স। অগস্ট থেকে অক্টোবর পর্যন্ত চলবে ক্লাস। কোর্সফি ৯০০টাকা। বাংলা স্নাতক স্তরের যে কোনও শিক্ষার্থীই আবেদন করতে পারবেন। ‘হাইব্রিড’ ভাবে ক্লাস করানো হবে। এই কোর্সের মধ্যে দিয়ে বাংলা ভাষার খুঁটিনাটি দিকগুলি নিয়ে পড়ানো হবে।

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৫ অগস্ট রাত পর্যন্ত আবেদন করা যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনএসওইউ-এর ওয়েবসাইটটি দেখুন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement