প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গবেষণামূলক কাজের জন্য কর্মী প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে জিওলজি বা ভূতত্ত্ববিদ্যা বিভাগে গবেষণার কাজের সুযোগ মিলবে। প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সংস্থা।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ‘ইও ডেটা অ্যান্ড গ্রাউন্ড স্পেক্টোস্কপি ফর আইডেন্টিফাইনিং সারফেস কন্ট্রোলস অ্যান্ড জিওবোটানিকাল ইন্ডিকেটরস অফ হেভি মেটাল কন্ট্যামিনেশন ইন কোস্টাল অ্যান্ড ডেল্টাইক এনভায়রনমেন্ট’। এটি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজ়েশন (ইসরো)-র অর্থপুষ্ট।
প্রতিষ্ঠানে একজন জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। তাঁকে আগামী তিন বছরের জন্য সংশ্লিষ্ট পদে কাজ করতে হবে। তবে তাঁর কর্মদক্ষতার উপর ভিত্তি করেই প্রতি বছর মেয়াদ বাড়ানো হবে। প্রথম দু’বছরে সংশ্লিষ্ট পদে নিযুক্তকে সাম্মানিক বাবদ মাসে ৩৭,০০০ টাকা দেওয়া হবে। তৃতীয় বছরে সাম্মানিক হবে মাসে ৪২,০০০ টাকা। এ ছাড়া বাড়ি ভাড়া বাবদ ভাতাও দেওয়া হবে।
আবেদনকারীকে জিওলজি, অ্যাপ্লায়েড জিওলজি, ভূগোলে স্নাতকোত্তর হতে হবে। উত্তীর্ণ হতে সিএসআইআর-ইউজিসি-নেট বা গেট-এর মতো পরীক্ষায়। গবেষণার এক বছরের অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৭ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে আগামী ১২ নভেম্বর। এ বিষয়ে বিস্তারিত জানতে পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।