MBA Admission 2025

একাধিক বিভাগে এমবিএ পড়ার সুযোগ, আবেদন গ্রহণ শুরু পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে

রিটেল ম্যানেজমেন্ট, ব্যাঙ্কিং ও ইনশিয়োরেন্স ম্যানেজমেন্ট, আইটি ও টেলিকমিউনিকেশনস ম্যানেজমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ম্যানেজমেন্ট, ফার্মাসিটিক্যাল ম্যানেজমেন্ট-সহ আরও বিষয়ে এমবিএ করার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৮
Share:

পঞ্জাব বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

পঞ্জাব বিশ্ববিদ্যালয় তরফে একাধিক বিভাগে এমবিএ পড়ার সুযোগ মিলতে পারে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

রিটেল ম্যানেজমেন্ট, ব্যাঙ্কিং ও ইনশিয়োরেন্স ম্যানেজমেন্ট, আইটি ও টেলিকমিউনিকেশনস ম্যানেজমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ম্যানেজমেন্ট, ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, ক্যাপিটাল মার্কেটস অথবা বিজনেস অ্যানালিটিক্স বিষয়ে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়তে পারবেন আগ্রহী প্রার্থীরা। হসপিটাল ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ করতে চাইলে এমবিবিএস অথবা নার্সিং-এ ব্যাচেলর ডিগ্রি থাকা চাই। আর অন্য বিষয়গুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। তবে আবেদন প্রক্রিয়া সম্পন্নের পর বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকায় বসতে হয়। ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন আগ্রহীরা। ২০২৬-এর ২৮ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রবেশিকা হবে ১২ এপ্রিল। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement