RBU Admission 2025

নেট-সেট-এর প্রস্তুতি নিচ্ছেন? সাহায্য করবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ‘এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড গাইডেন্স প্রোগ্রাম’-এর অধীনে এই কোর্স। নেট/ সেট পেপার ১ পড়ানো হবে। সেখানে ১০টি মূল বিষয়ে আলাদা আলাদা শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৮:২২
Share:

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য জাতীয় এবং রাজ্য স্তরে (ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট) এবং সেট (স্টেট এলিজিবিলিটি টেস্ট) নামক দু’টি যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা আয়োজন করা হয়। প্রতিযোগিতামূলক এই পরীক্ষা দু’টির জন্য সম্প্রতি বেশ কিছু কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরফে প্রস্তুতি ক্লাসের আয়োজন করা হচ্ছে। এ রকমই একটি প্রশিক্ষণ কোর্সের জন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরফেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয় তরফে জানানো হয়েছে, ‘এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড গাইডেন্স প্রোগ্রাম’-এর অধীনে এই কোর্স। নেট/ সেট পেপার ১ পড়ানো হবে। সেখানে ১০টি মূল বিষয়ে আলাদা আলাদা শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হবে। এটি চার মাসের একটি ট্রেনিং কোর্স। সপ্তাহে শনি এবং রবিবার দু’ভাগে ক্লাস হবে। কোর্স মূল্য ৬ হাজার টাকা। এ ছাড়াও বাড়তি ১০০ টাকা জমা দিতে হবে। অগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই কোর্স চলবে। ভর্তির জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর হতে হবে। আগ্রহী স্নাতক পড়ুয়ারাও ভর্তি হতে পারবেন। আসন সংখ্যা ৩০টি।

পাশাপাশি, আরও একটি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস (ডব্লিউবিসিএস) উইদ কম্বাইন্ড এগজামিনেশন’ নামে কোর্সটি করাবে এই প্রতিষ্ঠান। এক বছরের এই প্রোগ্রামে সপ্তাহে তিন থেকে চার দিন ক্লাস চলবে। কোর্স ফি ১৮,৫০০ টাকা। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, আসন সংখ্যা সীমিত। ‘আগে এলে আগে পাবেন’ নীতিতে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। ইচ্ছুক শিক্ষার্থীরা রবীন্দ্রভারতী মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখান থেকেই আবেদনপত্র ডাউনলোড করা যাবে। এর পরে আবেদনপত্র, প্রয়োজনীয় নথি এবং আবেদনমূল্য জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়। অগস্টের মাঝামাঝি সময় থেকে ক্লাস চালু হবে। ১৫ অগস্ট পর্যন্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কার্যালয়েও যোগাযোগ করতে পারেন আগ্রহীরা। অথবা, বিজ্ঞপ্তিতে দেওয়া ফোন নম্বরেও যোগাযোগ করা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement