Hands-On Journalism at Kolkata Colleges

হাতে কলমে সাংবাদিকতার পাঠ দিল উত্তর কলকাতার তিনটি কলেজ

গত ১৫দিনে উত্তর কলকাতার বাগবাজার মাল্টি পারপাস উইমেনস কলেজে এই প্রশিক্ষণ চলে। প্রশিক্ষণে যোগ দিয়েছিল আরও দু’টি কলেজ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৬:১৮
Share:

সাংবাদিকতার পেশাগত পাঠ। নিজস্ব চিত্র।

সাংবাদিকতা এমন এক বিষয়, যত ক্ষণ না মাঠে নেমে হাতেকলমে কাজ করা হয় ওঠে তত ক্ষণ পেশাভিত্তিক জ্ঞান অর্জন করা সম্ভব হয় না। সাংবাদিকতা নিয়ে পড়ার সময়ই তাই জোর দেওয়া হয় হাতেকলমে প্রশিক্ষণের উপর। সম্প্রতি উত্তর কলকাতার তিনটি কলেজ মিলিত ভাবে এমন এক কর্মশালার আয়োজন করেছিল। গত ১৫দিন ধরে চলল প্রশিক্ষণ।

Advertisement

এই প্রশিক্ষণের কো অর্ডিনেটর বিশ্বজিৎ দাস জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতি ২০২০-র নিয়ম অনুযায়ী স্নাতক স্তরে কোর্সের পাশাপাশি ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা হয়েছে। এই উদ্দেশেই উত্তর কলকাতার বাগবাজার মাল্টি পারপাস উইমেনস কলেজে ১৫ দিনের এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এখানে দিয়েছিলেন আরও দু’টি কলেজ সুরেন্দ্রনাথ উইমেনস এবং মণীন্দ্রচন্দ্রের সাংবাদিকতা বিভাগের পড়ুয়ারা।

বিশ্বজিৎ বলেন, ‘‘পড়ুয়াদের বৃত্তিমুখী করার স্বার্থে মূলত এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। এখানে সাংবাদিকতা নিয়ে যে পড়ছেন যাঁরা, তাঁদের পেশাগত দিকে এগিয়ে দেওয়ার উদ্দেশেই এই প্রশিক্ষণ।’’

Advertisement

তিনটি কলেজের প্রায় ৫০ জন পড়ুয়া যোগ দিয়েছিলেন এই প্রশিক্ষণে। বাগবাজার মাল্টি পারপাস কলেজের অধ্যক্ষ অনুপমা চৌধুরী বলেন, ‘‘আমাদের এই প্রশিক্ষণ বাস্তবায়িত করার ক্ষেত্রে মন্ত্রী শশী পাঁজাও সহযোগিতা করেছেন। এই প্রশিক্ষণে মধ্যে দিয়ে পড়ুয়ারা শুধুমাত্র পুঁথিগত সাংবাদিকতাতেই আটকে থাকবেন না, এর ফলে তাঁরা সাংবাদিকতার ব্যবহারিক জ্ঞানও অর্জন করতে পেরেছে।’’

পড়ুয়াদের হাতেকলমে শেখার জন্য কিছু কাজও দেওয়া হয়েছিল। প্রতিটি পড়ুয়াকে তাঁদের সংশ্লিষ্ট অঞ্চলের চায়ের দোকানের নানা গল্প তুলে ধরতে হবে। সেই মতো পড়ুয়ারা তাঁদের এলাকার চায়ের দোকানে যান, ছবি তোলেন, চা বিক্রেতাদের জীবিকা বিস্তারিত জানেন। পাশাপাশি চা’য়ের ঠেকের গল্পও তথ্য তুলে আনেন। তার পর সেই সমস্ত তথ্যকে একসঙ্গে করে পড়ুয়ারা পরিবেশন করেন প্রশিক্ষণের মধ্যে। এ ছাড়াও ‘আমার মা সব জানে’— এই মোশনে প্রতিটি পড়ুয়াকে তাঁদের মায়েদের গল্প তুলে ধরতে হয়েছে। পাশাপাশি মিডিয়া স্টাডিজ়-সহ সাংবাদিকতার অন্য পাঠ পড়িয়েছেন পেশাগত জগতের সঙ্গে বর্তমানে যুক্ত কিছু সাংবাদিকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement