TOEFL iBT

ইংরেজি বলায় বা লেখায় কতটা দক্ষ! যাচাই করবে যন্ত্রমেধা, ভাষার প্রবেশিকায় যোগ হল আরও বিষয়

টেস্ট অফ ইংলিশ অ্যাজ় আ ফরেন ল্যাঙ্গুয়েজ-এর মাধ্যমে (টিওএফএল) ইংরেজি ভাষায় কতটা সাবলীল, তা যাচাই করা হয়ে থাকে। সেই পরীক্ষায় বেশ কিছু বিষয় সংযোজন করেছে আয়োজক সংস্থা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৭:৪১
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিদেশে পড়াশোনার ছাড়পত্র পেতে হলে পাশ করতে হয় বেশ কিছু পরীক্ষায়। এর মধ্যে একটি হল টেস্ট অফ ইংলিশ অ্যাজ় আ ফরেন ল্যাঙ্গুয়েজ (টিওএফএল)। পড়ুয়ারা দৈনন্দিন জীবনে ইংরেজি সাহিত্য, পুরাণের কাহিনীর মতো বিষয় নিয়ে কতটা ওয়াকিবহাল, তা পরীক্ষা করা হয় ওই প্রবেশিকার মাধ্যমে। ২০২৬ থেকে ওই পরীক্ষায় বেশ কিছু রদবদল করা হয়েছে। আয়োজক সংস্থা পরীক্ষা ব্যবস্থায় কৃত্রিম মেধার সংযোজনও করেছে।

Advertisement

যন্ত্রমেধার প্রযুক্তি ব্যবহার করে নাম নথিভুক্তিকরণের সময় পরীক্ষার্থীদের পরিচয় যাচাই করা হবে। দ্রুত চেক-ইন করার জন্যই ওই প্রযুক্তির সংযোজন করা হয়েছে। তবে, পরীক্ষা ব্যবস্থার জন্যও কৃত্রিম মেধা যাতে কাজে লাগানো যেতে পারে, তা নিয়েও চলছে কাজ। এ ছাড়াও পরীক্ষার্থীরা নিজের সময় সুযোগ মত মূল পরীক্ষার মতও দু’টি প্র্যাকটিস টেস্ট দেওয়ার সুযোগ পাবেন। সেই পরীক্ষায় কেমন ফল করলেন তাঁরা, তা-ও জেনে নেওয়া যাবেন অনলাইনেই।

১৬০টি দেশের ১৩,০০০ হাজারের বেশি প্রতিষ্ঠানে স্বীকৃত এই পরীক্ষা ব্যবস্থায় ইংরেজি ভাষা ও সাহিত্য চর্চাতেই সীমাবদ্ধ নেই। নিত্য কথোপকথনে কী ভাবে ওই ভাষা প্রয়োগ করা যেতে পারে, তার প্রস্তুতি নিতে সাহায্য করে এই পরীক্ষা। ২০২৬ থেকে ই-মেল লেখা, অনলাইন মাধ্যমে আলোচনায় যোগ দিতে বিষয়ে কী ভাবে কথা বলতে হবে, তা নিয়েও প্রস্তুতির সুযোগ থাকছে।

Advertisement

এ ছাড়াও ২০২৬ থেকে কমন ইউরোপিয়ন ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজেস (সিইএফআর) অনুযায়ী অ্যাডিশনাল স্কোর দেওয়া হবে। ওই ফ্রেমওয়ার্ক অনুযায়ী, যে সমস্ত পরীক্ষায় পড়ুয়ারা উত্তীর্ণ হন, তাঁরা ইংরেজি ভাষায় বিশেষ ভাব দক্ষ হিসাবে বিবেচিত হবেন। এ বার থেকে ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার স্কোর হাতে পাবেন পরীক্ষার্থীরা, যাতে তাঁদের বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন জমা দিতে কোনও সমস্যা না হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement