UPSC exam 2025 Dates

এনডিএ এবং নাভাল অ্যাকাডেমির দ্বিতীয় পর্বের পরীক্ষা কবে? ঘোষণা করল ইউপিএসসি

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) তরফে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) এবং নাভাল অ্যাকাডেমির ক্যাডেট নিয়োগের দ্বিতীয় পর্বের পরীক্ষা নেওয়া হবে। মোট ৪০৬ টি শূন্যপদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১৬:২৪
Share:

ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনা বিভাগে নিয়োগের জন্য পরীক্ষার দিন ঘোষণা করেছে ইউপিএসসি। — ফাইল চিত্র।

ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনা বিভাগে নিয়োগের জন্য পরীক্ষার দিন ঘোষণা করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। কমিশনের তরফে জানানো হয়েছে, ১৪ সেপ্টেম্বর ওই পরীক্ষা নেওয়া হবে।

Advertisement

পরীক্ষার সময়সীমা:

১৪ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) এবং নাভাল অ্যাকাডেমির ক্যাডেট নিয়োগের দ্বিতীয় পর্বের পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রথমার্ধে অর্থাৎ সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গণিত এবং দ্বিতীয়ার্ধে দুপুর ২টো থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেনারেল এবিলিটি টেস্টের পরীক্ষা নেওয়া হবে। ৯০০ নম্বরের পরীক্ষা মোট পাঁচ ঘন্টা সময় পাবেন।

Advertisement

পরীক্ষা কেন্দ্র:

পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, রাজস্থান, উত্তরাখণ্ড, ছত্তীসগঢ়, অসম, উত্তরপ্রদেশ, কেরল, কর্নাটক, দিল্লি, হরিয়ানা, সিকিম-সহ বিভিন্ন রাজ্যের মোট ৭৮টি শহরের কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।

পরীক্ষায় উত্তীর্ণেরা সার্ভিস সিলেকশন বোর্ড (এসএসবি) টেস্ট বা ইন্টারভিউয়ের যোগ্যতা অর্জন করবেন। তারপরই তাঁরা ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনা বিভাগে নিয়োগের সুযোগ পাবেন। তবে, প্রাথমিক স্তরে তাঁদের প্রশিক্ষণ চলবে। নির্দিষ্ট সময়ের পর তাঁদের পদে নিয়োগ করা হবে।

অ্যাডমিট কার্ড:

পরীক্ষার সাতদিন আগে ইউপিএসসি-র ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সুযোগ পাবেন। এর জন্য তাঁদের অ্যাপ্লিকেশন আইডি, জন্ম তারিখের তথ্য দিয়ে ওই কার্ড ডাউনলোড করে নিতে হবে। তবে, সেই কার্ডে তথ্য সংক্রান্ত কোনও ত্রুটি থাকলে তা দ্রুত ইউপিএসসি-কে জানাতে হবে।

পরীক্ষা কেন্দ্রের নিয়মাবলি:

  • আধার কার্ড বা সরকারি পরিচয়পত্র এবং অ্যাডমিট কার্ড ছাড়া অন্য কোনও নথি সঙ্গে রাখা যাবে না।
  • শুধুমাত্র কালো কালির কলম ব্যবহার করা যাবে।
  • পরীক্ষার্থীর কাছে মোবাইল, ব্লুটুথ, স্মার্টওয়াচ, বা অন্য কোনও বৈদ্যুতিন সামগ্রী, ব্যাগ, বই, নোট, সাদা কাগজ, ক্যালকুলেটর রাখা যাবে না।
  • এই ধরনের জিনিস পাওয়া গেলে পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement