Madhyamik & HS Exams

ফেব্রুয়ারি পড়লেই শুরু হয়ে যাবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, কী কী নিয়ম মানতে হবে, জানাল পর্ষদ-বোর্ড

পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য কিছু নিয়মবিধি প্রকাশ করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের তরফে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৮:৩৫
Share:

প্রতীকী ছবি।

চলতি বছর মাধ্যমিক শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি থেকে এবং উচ্চ মাধ্যমিকের চতুর্থ এবং চূড়ান্ত সেমেস্টার শুরু হচ্ছে ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য কিছু নিয়মবিধি প্রকাশ করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের তরফে।

Advertisement

দু’টি বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, প্রশ্নপত্র প্রথমে নির্ধারিত থানাগুলিতে পাঠানো হবে পর্ষদ ও বোর্ডের তরফে। পরীক্ষার দিন পর্ষদ এবং বোর্ডের তরফ থেকে নির্বাচিত কর্মী এবং পুলিশ প্রশ্নপত্রগুলি পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাবে।

মাধ্যমিক শেষ হবে ১২ ফেব্রুয়ারি এবং উচ্চ মাধ্যমিক ২২ ফেব্রুয়ারি। মাধ্যমিকের সময় সকাল ১০টা ৪৫ মিনিট থেকে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত।

Advertisement

পুরনো পাঠ্যক্রমে যাঁরা পরীক্ষা দিচ্ছেন তাঁদের সময় সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর সময় যাতে পড়ুয়াদের কোনও যান-যন্ত্রণায় ভুগতে না হয়, সে দিকে জেলা প্রশাসনকে নজর রাখতে বলা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে যাতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত না হয়, সে দিকেও নজর দিতে হবে স্কুলগুলিকে। এমনকি পরীক্ষা চলাকালীন কেউ অসুস্থ হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে বলে জানানো হয়েছে।

পরীক্ষার তিন দিন আগে থেকে শেষ না হওয়া পর্যন্ত পার্শ্ববর্তী এলাকায় লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ফোটোকপির দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও পড়ুয়া নকল বা গোলমাল করার চেষ্টা করলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়ছে পর্ষদ এবং বোর্ডের তরফে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement