Admission in Polytechnic 2025

নেই বয়সের ঊর্ধ্বসীমা, পলিটেকনিকে ভর্তি প্রক্রিয়া শুরু রাজ্যের কারিগরি শিক্ষা বিভাগে

বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এটি তিন বছরের কোর্স। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৬:৪৭
Share:

প্রতীকী ছবি।

পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদের তরফে পলিটেকনিকের জন্য শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে। এই মর্মে আগেই রাজ্যের কারিগরি শিক্ষা বিভাগের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে। এটি তিন বছরের কোর্স। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তি নেওয়া হবে। আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। যে সমস্ত পড়ুয়া মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা পলিটেকনিক নিয়ে পড়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

রাজ্যের কারিগরি শিক্ষা বিভাগের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনমূল্য ৪৫০ টাকা জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১০জুন। ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৫ জুলাই পর্যন্ত আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে রাজ্যের কারিগরি শিক্ষা বিভাগের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement