ছবি: এআই।
চাকরি পাওয়ার পরেও পড়াশোনার সুযোগ খোঁজেন অনেকে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে নিজের দক্ষতা বৃদ্ধির আগ্রহ থেকেই তাঁরা বিশেষ বিষয়ে জ্ঞান অর্জন করতে চান। এমন আগ্রহীদের আইআইটি প্রতিষ্ঠানগুলি কৃত্রিম মেধা, মেশিন লার্নিং-এর মতো বিষয় শিখে নেওয়ার সুযোগও দিয়ে থাকে।
সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লি জেনারেটিভ এআই, মেশিন লার্নিং এবং ইন্টালিজেন্ট অটোমেশন নিয়ে চাকরিজীবীদের পড়াশোনার সুযোগ দিচ্ছে। অনলাইনে আগ্রহীরা ক্লাস করতে পারবেন।
তবে, শর্ত অনুযায়ী, প্রার্থীদের দু’বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। জানতে হবে অঙ্ক এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর সঙ্গে স্নাতক ডিগ্রি এবং তাতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা চাই। তবেই আইআইটি দিল্লি-র বিশেষ ক্লাসে যোগদানের সুযোগ পাবেন কর্মরত ব্যক্তিরা।
জেনারেটিভ এআই শুধুমাত্র ছবির প্রতিলিপি বা তা উন্নতমানের করে তুলতেই সাহায্য করে না। এই প্রযুক্তির সাহায্যে রোবট বা ভারী যন্ত্র চালনা করা, বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা দেওয়ার কাজও করা হয়। তাই তথ্যপ্রযুক্তি-সহ বিভিন্ন ধরনের সামগ্রী উৎপাদন কেন্দ্রগুলিতে এই বিষয়ের বিশেষজ্ঞের চাহিদা রয়েছে।
আইআইটি দিল্লির তরফে বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের সঙ্গে কর্পোরেট ট্রেনিংও দেওয়া হবে। মোট ১১ মাস অনলাইনে ক্লাস করার সুযোগ পাবেন। ক্লাস সপ্তাহান্তের দিনগুলিতে করানো হবে। ক্লাসের সঙ্গে থাকবে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি, নেটওয়ার্কিং করারও সুযোগ। ভর্তি হতে আগ্রহীদের ২৬ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।