Lok Sabha Election 2024

রবিতে পাহাড়ে শাহ, দ্বিতীয় দফার প্রচারে রাজনাথও, সভা দার্জিলিং, মালদহ এবং মুর্শিদাবাদে

দার্জিলিঙের পর মালদহ উত্তর আসনে সভা রয়েছে রাজনাথের। সেখানে গত লোকসভা নির্বাচনে জিতেছিলেন খগেন মুর্মু। এ বারও তাঁকে প্রার্থী করেছে বিজেপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ২২:৩৭
Share:

(বাঁ দিকে) অমিত শাহ এবং রাজনাথ সিংহ (ডান দিকে)। —ফাইল চিত্র।

আবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে বালুরঘাটে সভা করে গিয়েছেন তিনি। এ বার দার্জিলিং লোকসভা কেন্দ্রে সভা করবেন তিনি। ওই দিনই অর্থাৎ রবিবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে সভা রয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহেরও। দার্জিলিঙের পাশাপাশি মুর্শিদাবাদ, মালদহেও সভা করবেন তিনি।

Advertisement

দার্জিলিং লোকসভা আসনে ২০১৯ সালে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন রাজু বিস্তা। এ বার তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। জেতা আসন ধরে রাখতে সেখানে দফায় দফায় সভা করছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। এ বার পাহাড়ে সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দ্বিতীয় দফায়, ২৬ এপ্রিল সেখানে ভোট রয়েছে। রবিবার সেখানে সভা করবেন রাজনাথও। তবে ভিন্ন মঞ্চে। লোকসভা ভোট উপলক্ষে এই প্রথম রাজ্যে আসছেন তিনি।

দার্জিলিঙের পর মালদহ উত্তর আসনে সভা রয়েছে রাজনাথের। সেখানে গত লোকসভা নির্বাচনে জিতেছিলেন খগেন মুর্মু। এ বারও তাঁকে প্রার্থী করেছে বিজেপি। রবিবার মুর্শিদাবাদেও সভা রয়েছে রাজনাথের। সেখানে গত বছর তৃণমূল প্রার্থী আবু তাহের খানের কাছে হেরেছিলেন বিজেপি প্রার্থী হুমায়ুন কবির। তৃতীয় স্থানে ছিলেন তিনি। এ বার সেই আবু তাহেরের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে গৌরীশঙ্কর ঘোষকে। অন্য দিকে, সিপিএমের প্রার্থী সেখানে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মনে করা হচ্ছে, মুর্শিদাবাদের হিন্দু ভোটব্যাঙ্ককেই পাখির চোখ করতে চাইছে বিজেপি। সে কারণে গত বারের হারা আসনে এ বার জনসভা করতে আসছেন রাজনাথ।

Advertisement

মুর্শিদাবাদের পাশাপাশি মালদহ দক্ষিণের ভোটাররাও লক্ষ্য রাজনাথের। সেখানকার বিজেপি কর্মীরাও যোগ দেবেন রাজনাথের সভায়। এমনটা খবর। গত লোকসভা ভোটে ওই আসনে কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরীর কাছে খুবই কম ভোটে হেরেছিলেন বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এ বারও তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। মালদহ উত্তর এবং দক্ষিণ, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে তৃতীয় দফায়, ৭ মে।

লোকসভা ভোট ঘোষণার পর রাজ্যে তিন দিন এসে সভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। গত মঙ্গলবার রায়গঞ্জ এবং বালুরঘাটে সভা করেছেন তিনি। এ বার উত্তরে সভা তাঁর ডেপুটি শাহ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন