প্রতীকী চিত্র।
বিভিন্ন স্কেলের একাধিক পদমর্যাদায় কর্মী নিয়োগ করবে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। বুধবার রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, দেশের নানা কার্যালয়ের নানা বিভাগে কর্মীরা কাজের সুযোগ পাবেন। এ জন্য বুধবার থেকেই শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।
ব্যাঙ্কে নিয়োগ হবে ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার পদে। মোট শূন্যপদ ৩৫০। এর মধ্যে অধিকাংশই স্থায়ী পদ, কিছু চুক্তিভিত্তিক। তাঁদের ব্যাঙ্কের ইনফরমেশন টেকনোলজি, ডিজিটাল ব্যাঙ্কিং, আইটি সিকিউরিটি, আইএস অডিট, সিআইএসও সেল, ট্রেজারি, ইন্টারন্যাশনাল বিজনেস, লিগ্যাল, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টস, ক্রেডিট, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, ইন্টিগ্রেটেড রিস্ক ম্যানেজমেন্ট এবং মার্কেটিং অ্যান্ড পাবলিসিটি বিভাগে কাজ করতে হবে।
চুক্তিভিত্তিক পদের ক্ষেত্রে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে তিন বছর। যা সর্বাধিক পাঁচ বছর করা হতে পারে। তবে সমস্ত পদে নিযুক্তদেরই প্রথম ছ’মাস ‘প্রবেশন’-এ রাখা হবে। স্কেল অনুযায়ী, নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা অথবা, ১,৪০,৫০০ টাকা থেকে ১,৫৬,৫০০ টাকা।
পদ অনুযায়ী আবেদনকারীদের বয়স কোনও ক্ষেত্রে ২২-৩৫ বছর, ২৫-৩৮ বছর অথবা সর্বাধিক ৫০ বছরের মধ্যে। প্রতি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এ জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেনমূল্য বাবদ যথাক্রমে ১১৮ এবং ১১৮০ টাকা জমা দিতে হবে। আগামী ৩০ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। প্রয়োজন হলে লিখিত পরীক্ষাও হতে পারে। এ বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।