BECIL Jobs 2025

একাধিক পদে কর্মী নিয়োগ করবে এমস জম্মু, বিজ্ঞপ্তি প্রকাশ করল রাষ্ট্রায়ত্ত সংস্থা

নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ১৯ হাজার ৯০০ টাকা থেকে ৫৬ হাজার ১০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৯:১৩
Share:

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর কার্যালয়। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সরকারি হাসপাতালে কাজের সুযোগ। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস) জম্মুতে কর্মী প্রয়োজন। সংশ্লিষ্ট সংস্থায় কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর তরফে প্রকাশিত হয়েছে। মোট ৩১টি শূন্যপদে নিযুক্তদের কাজ করতে হবে।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট স্টোর অফিসার, ডাইসেকশন হল অ্যাটেন্ডেন্ট, ড্রাইভার, এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার, মেকানিক, সিকিওরিটি অফিসার, স্টোরস অফিসার, জুনিয়র রিসার্চ অফিসার-সহ মোট ১৪টি পদে কর্মী নিয়োগ করা হবে। দশম উত্তীর্ণ থেকে শুরু ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের কাজের নিরিখে বেছে নেওয়া হবে।

নিযুক্তদের জন্য প্রতি মাসে ১৯ হাজার ৯০০ টাকা থেকে ৫৬ হাজার ১০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। এর জন্য আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি ডাকযোগে জমা দিতে হবে। আবেদনমূল্য ২৯৫ টাকা।

Advertisement

এই পদের জন্য আবেদনের শেষ দিন ৩০ জুলাই। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে বেসিল-এর ওয়েবসাইটে (becil.com) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement