প্রতীকী ছবি।
‘সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’-র তরফে তিনটি পদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর তরফে নিয়োগ করা হবে।
ডেটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার, মেডিক্যাল ফিজ়িসিস্ট নিয়োগ করা হবে। শূন্যপদ ১৮টি। প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। ১৮টি শূন্য আসনের মধ্যে ১০ জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়া প্রয়োজন। প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। কম্পিউটারের কাজে দক্ষতা থাকা চাই। প্রতি মাসে বেতন মিলবে ২৫,৫০৬ টাকা করে। একই বেতনে নিয়োগ হবেন পাঁচজন ড্রাইভারও। তাঁদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। দশম শ্রেণি উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স থাকলেই আবেদন করা যাবে। তিন জন মেডিক্যাল ফিজ়িসিস্ট নিয়োগ করা হবে। প্রতি মাসে ৭৫ হাজার টাকা করে বেতন মিলবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
প্রার্থীকে প্রথমে যেতে হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৭ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।