কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, স্বল্প মেয়াদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস হবে নিযুক্তদের কর্মস্থল। এ জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের বিভাগের অধীনে প্লেসমেন্ট ও ট্রেনিং অফিসের জন্য এই নিয়োগ। প্লেসমেন্ট অ্যান্ড ট্রেনিং এগজ়িকিউটিভ পদে নিয়োগ হবে। শূন্যপদ দু’টি। প্রাথমিক ভাবে নিযুক্তদের কাজের মেয়াদ ১১ মাস। এর পর তাঁদের কাজের দক্ষতার ভিত্তিতে সেই মেয়াদ বাড়ানো হতে পারে। এই সময়ে তাঁদের পারশ্রমিক হবে মাসে ২০,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া জরুরি। প্রয়োজন স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর, ইংরেজি ভাষায় স্বাচ্ছন্দ্য এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য কিছু মাপকাঠিও।
চাকরিপ্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত মূল লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।