সিএসআইআর-সিএমইআরআই। ছবি: সংগৃহীত।
দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই)-এ চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে। প্রার্থীদের থেকে আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।
প্রতিষ্ঠানে একজন সিকিউরিটি অফিসার বা নিরাপত্তারক্ষী পদে নিয়োগ হবে। নিযুক্ত ব্যক্তির বেতন হবে মাসে ৮২,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। তাঁদের জুনিয়র কমিশনড অফিসার বা আধা সামরিক বাহিনীর প্রাক্তন কর্মকর্তা হতে হবে। এ ছাড়াও রয়েছে অন্য মাপকাঠি।
প্রার্থীদের নির্দিষ্ট শারীরিক কাঠামো এবং শারীরিক সক্ষমতার মাপকাঠিতে প্রাথমিক ভাবে মূল্যায়ন করা হবে। পরীক্ষায় উত্তীর্ণদের দিতে হবে লিখিত পরীক্ষা। এর পর সংশ্লিষ্ট পদের জন্য যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়া হবে।
আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়েই সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন। আগামী ৫ জানুয়ারি আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।