Tea Board Recruitment 2025

জুনিয়র সায়েন্টিস্ট খুঁজছে টি বোর্ড অফ ইন্ডিয়া, ইন্টারভিউয়ে যোগদান করতে পারবেন কারা?

টি বোর্ড অফ ইন্ডিয়া জুনিয়র সায়েন্টিস্ট পদে দু’জনকে নিয়োগ করবে। এ জন্য সংস্থার তরফে ওয়াক-ইন ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৪:০০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কর্মী নিয়োগ করা হবে টি বোর্ড অফ ইন্ডিয়া। ওই সংস্থার দার্জিলিং টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার-এ জুনিয়র সায়েন্টিস্ট পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ দু’টি।

Advertisement

ওই পদে রসায়ন, উদ্ভিদবিদ্যা, টি সায়েন্স, অ্যাগ্রোনমি, বায়োকেমিস্ট্রি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন প্রার্থীরা চাকরির সুযোগ পেতে পারেন। তবে, উল্লিখিত বিষয়ে পিএইচডি থাকলে এবং চা বাগানে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

নিযুক্তদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের দার্জিলিং চা নিয়ে গবেষণা বা কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। চুক্তির মেয়াদ এক বছরের।

Advertisement

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। টি বোর্ড ইন্ডিয়া-র শিলিগুড়ির অফিসে ২২ ডিসেম্বর ইন্টারভিউ হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement