DRDO CEPTAM 11 Recruitment 2025

ডিআরডিও-র তরফে প্রায় ৮০০ জন কর্মীর খোঁজ, দেশ জুড়ে নেওয়া হবে সেপ্টাম পরীক্ষা

এসটিএ-বি পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা। টেকনিশিয়ান-এ পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ২০:১৮
Share:

ডিআরডিও। ছবি: সংগৃহীত।

দেশের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)-এ কর্মখালি। দেশজুড়ে কর্মী নিয়োগ করা হবে সেন্টার ফর পার্সোনেল ট্যালেন্ট ম্যানেজমেন্ট (সেপ্টাম) নিয়োগ পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া।

Advertisement

সেপ্টাম পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (এসটিএ)-বি এবং টেকনিশিয়ান-এ পদে। মোট শূন্যপদ ৭৬৪। সংস্থার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রসায়ন, ভূতত্ত্ব, পদার্থবিদ্যা, মনোবিদ্যা-সহ নানা বিভাগে কাজ করার সুযোগ পাবেন সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টরা।

অন্য দিকে, টেকনিশিয়ান-এ পদমর্যাদায় নিযুক্তেরা বুক বাইন্ডার, কার্পেন্টার, সিএনসি অপারেটর, ড্রাফটসম্যান, ইলেকট্রিশিয়ান-সহ নানা ট্রেডে কাজের সুযোগ পাবেন। এসটিএ-বি পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা। টেকনিশিয়ান এ পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।

Advertisement

বিভিন্ন ক্ষেত্রে কাজের জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা স্নাতক যোগ্যতা থাকতে হবে। তাঁদের বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে হবে। আগামী ১ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর সিবিটি মাধ্যমে দু’টি ধাপে পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement