ECHS Recruitment 2026

মেদিনীপুর জেলায় বিভিন্ন পদে কর্মী প্রয়োজন, বিজ্ঞপ্তি প্রকাশ করল ইসিএইচএস

পদ অনুযায়ী, নিযুক্তদের বেতন হবে মাসে ২১, ৮০০ টাকা থেকে শুরু করে ৯৫,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৪:১০
Share:

প্রতীকী চিত্র।

কর্মখালির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের এক্স-সার্ভিসমেন কন্ট্রিবিউটারি হেলথ স্কিম (ইসিএইচএস)-এর তরফে। নিযুক্তেরা রাজ্যের একটি জেলায় কাজের সুযোগ পাবেন। এ জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

ইসিএইচএস-এর তরফে মেডিক্যাল অফিসার, ডেন্টাল অফিসার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল হাইজিনিস্ট, ড্রাইভার, ফিমেল অ্যাটেন্ডেন্ট, পিওন, সাফাইওয়ালা এবং চৌকিদার পদে। মোট শূন্যপদ ১০টি। নিযুক্তদের মেদিনীপুর জেলার ইসিএইচএস-এর বিভিন্ন পলিক্লিনিকে।

প্রথমে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। পরে চাকরির মেয়াদ আরও বাড়তে পারে। পদ অনুযায়ী, নিযুক্তদের বেতন হবে মাসে ২১, ৮০০ টাকা থেকে শুরু করে ৯৫,০০০ টাকা।

Advertisement

মেডিক্যাল অফিসার পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, পাঁচ বছর কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। এ ছাড়া, বাকি পদের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। আগামী ২ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে ৬ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এ বিষয়ে বাকি তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement