ইন্ডিয়ান ব্যাঙ্ক। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ব্যাঙ্কে হাজারের বেশি শূন্যপদে কর্মী নিয়োগ। সম্প্রতি এই মর্মে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, দেশের বিভিন্ন রাজ্যে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ১,৫০০। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ১৫২টি শূন্যপদ। সংশ্লিষ্ট পদে চলতি অর্থবর্ষের জন্য নিয়োগ হবে। প্রশিক্ষণের মেয়াদ এক বছর। ১৯৬১ সালের শিক্ষানবিশি আইন মেনে, শহরাঞ্চলে নিযুক্তদের বৃত্তি দেওয়া হবে মাসে ১৫,০০০ টাকা এবং নিযুক্তদের কর্মস্থল গ্রাম বা শহরতলিতে হলে বৃত্তির পরিমাণ হবে মাসে ১২,০০০ টাকা।
শিক্ষানবিশির জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। একই সঙ্গে তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
আগ্রহীদের প্রথমে মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এর পর ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৭ অগস্ট আবেদনের শেষ দিন।
এর পর অনলাইন পরীক্ষা এবং স্থানীয় ভাষায় পারদর্শিতার মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।