IBPS RRB Clerk Prelims Result 2025

আরআরবি ক্লার্ক পদের প্রিলিমস পরীক্ষার ফল প্রকাশিত, ঘোষণা আইবিপিএস-এর, উত্তীর্ণ কত জন?

২০২৫ সালে ১৩, ২৯৪টি শূন্যপদের ঘোষণা করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ২০:১১
Share:

প্রতীকী চিত্র।

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)-এর তরফে আয়োজিত ক্লার্ক নিয়োগ পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। আরআরবি ক্লার্ক পদের জন্য প্রিলিমস পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে শুক্রবার দুপুরে।

Advertisement

দেশের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক গ্রামীণ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করে আইবিপিএস। ২০২৫ সালে ১৩, ২৯৪টি শূন্যপদের ঘোষণা করা হয়েছিল। এ জন্য গত বছর ৬, ৭, ১৩ এবং ১৪ ডিসেম্বরে নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের প্রিলিমস-এর আয়োজন করা হয়েছিল। এক মাসের থেকে একটু বেশি সময়ের মধ্যেই প্রকাশ করা হয়েছে পরীক্ষার ফলাফল। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮,০২২ জন। উত্তীর্ণেরা এর পর মেন পরীক্ষা দিতে পারবেন।

পরীক্ষার্থীরা কী ভাবে তাঁদের ফলাফল দেখবেন?

Advertisement

১। পরীক্ষার্থীদের আইবিপিএস-এর ওয়েবসাইট https://www.ibps.in/-এ যেতে হবে।

২। সেখানে ‘সিআরপি আরআরবি ১৪’-এর লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। লিঙ্কে ক্লিক করেই নিজেদের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগ ইন করলেই প্রিলিমসের ফলাফল দেখা যাবে।

৪। এর পর পরীক্ষার্থীরা ফলাফল ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement