প্রতীকী চিত্র।
কর্মী নিয়োগ করা হবে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন লিমিটেড (আইআরসিটিসি)-এ। কেন্দ্রীয় সংস্থায় চুক্তিভিত্তিক পদে কাজের সুযোগ রয়েছে। সম্প্রতি সংস্থার তরফে এমন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, কর্মীর পোস্টিং দেওয়া হবে দেশের পশ্চিমাঞ্চলে সংস্থার কার্যালয়ে।
সংস্থায় নিয়োগ করা হবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) পদে। শূন্যপদ রয়েছে একটি। চুক্তিভিত্তিক এই পদে প্রাথমিক ভাবে নিযুক্তের কাজের মেয়াদ থাকবে দু’বছর। এর পরে সংস্থার প্রয়োজন এবং নিযুক্ত ব্যক্তির কাজের উপর নির্ভর করে সেই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে। প্রথমে পোস্টিং দেওয়া হবে মুম্বইয়ের আঞ্চলিক শাখায়। পরবর্তী কালে কাজের প্রয়োজনে স্থানান্তর করা হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। নিযুক্ত ব্যক্তির বেতন হবে মাসে ৭০,০০০ টাকা। এ ছাড়াও বিভিন্ন খাতে তাঁদের অতিরিক্ত সুযোগসুবিধা দেওয়া হবে।
আবেদনকারীদের সিএ বা সিএমএ যোগ্যতাসম্পন্ন হতে হবে। পাশাপাশি, ন্যূনতম দু’বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন।
সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা মূল্যায়ন করে নিয়োগ করা হবে। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। প্রার্থীদের ওই দিন বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ সমস্ত নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আগ্রহীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।