প্রতীকী চিত্র।
জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ করা হবে। এমনটা জানিয়ে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সমিতিতে একাধিক শূন্যপদে কর্মীদের চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। আগ্রহীরা এ জন্য শুক্রবার থেকেই আবেদন করতে পারবেন।
জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ হবে অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গায়নোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, সাইকিয়াট্রিস্ট, মেডিক্যাল অফিসার, অডিয়োলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, ডেন্টাল টেকনিশিয়ান, সাইকিয়াট্রিক নার্স, কমিউনইটি নার্স, আয়ুষ চিকিৎসক, মাল্টিপারপাস ওয়ার্কার এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে। শূন্যপদের সংখ্যা ১৪।
পদ অনুযায়ী, আবেদনকারীদের জন্য কোনও ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৪০ বছর, কোনও ক্ষেত্রে ৫০ বছর বা কোনও ক্ষেত্রে ৬৭ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। একই ভাবে পদের ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৭০,০০০ টাকা।
প্রতি পদে আবেদনের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠির বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। বিভিন্ন পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতা, কম্পিউটার পরীক্ষা/ লিখিত পরীক্ষা/ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
আগ্রহীদের জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ বিভিন্ন পদে আবেদন করতে হবে। আবেদন জানাতে সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ৫০ এবং ১০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৩ অক্টোবর। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।