প্রতীকী চিত্র।
শিক্ষক নিয়োগ করবে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস)। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য কেভিএস-এর তরফে বিশেষ ভাবে সক্ষমদের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। রয়েছে প্রায় এক হাজার শূন্যপদ। প্রার্থীদের এ জন্য অনলাইনে আবেদন করতে হবে।
দেশের বিভিন্ন রাজ্যের কেন্দ্রীয় বিদ্যালয়ে স্পেশ্যাল এডুকেটর নিয়োগ করা হবে। নিয়োগ পিআরটি স্পেশ্যাল এডুকেটর এবং টিজিটি স্পেশ্যাল এডুকেটর পদে। মোট শূন্যপদ ৯৮৭টি। এর মধ্যে প্রশিক্ষিত বা টিজিটি-র জন্য ৪৯৩টি শূন্যপদ এবং পিআরটি-র জন্য ৪৯৪ টি শূন্যপদ রয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয়ে পাঠরত বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্যই এই নিয়োগ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পিআরটি স্পেশ্যাল এডুকেটর পদে আবেদন করতে পারবেন দ্বাদশের পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর প্রাপকেরা। পাশাপাশি, তাঁদের স্পেশ্যাল এডুকেশনে দু’বছরের ডিপ্লোমাও থাকতে হবে। এ ছাড়া, সিবিএসই আয়োজিত সিটেট-এ উত্তীর্ণ হওয়া এবং ইংরেজি ও হিন্দিতে পড়ানোর দক্ষতাও থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
টিজিটি স্পেশ্যাল এডুকেটর পদের ক্ষেত্রে আবেদনকারীদের দ্বাদশের পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি, স্পেশ্যাল এডুকেশনে বিএড অথবা বিএড (জেনারেল) ডিগ্রির সঙ্গে স্পেশ্যাল এডুকেশনে এক বছরের ডিপ্লোমা থাকতে হবে। এ ছাড়া, সিটেট-এ উত্তীর্ণ হওয়া এবং রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া প্রদত্ত রেজিস্ট্রেশন থাকা জরুরি। তাঁদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
সংশ্লিষ্ট পদগুলিতে সিবিটি মাধ্যমে পরীক্ষা, শিক্ষকতার দক্ষতা প্রমাণের জন্য প্রেজ়েন্টেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
প্রার্থীদের কেন্দ্রীয় বিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়েই আবেদন জানাতে হবে। আবেদনের দিনক্ষণ সহ বাকি তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে।