ম্যাকাউট। ছবি: সংগৃহীত।
রাজ্যের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি-এ (ম্যাকাউট, পূর্বতন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি) কাজের সুযোগ। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্সেস বিভাগে গবেষক প্রয়োজন। এ জন্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে সিএসআইআর-হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট গ্রুপের আর্থিক সহায়তায় গবেষণার কাজ হবে। প্রকল্পের জন্য একজন জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নিয়োগ করা হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে তিন বছর। সাম্মানিকের পরিমাণ হবে মাসে ৩৭,০০০ টাকা।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছরের বিএস, বিফার্ম, এমবিবিএস, ইন্টিগ্রেটেড বিএস-এমএস, এমএসসি, বিই বা বিটেক ডিগ্রিতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। প্রয়োজন নেট বা গেট-এ উত্তীর্ণ হওয়ার যোগ্যতাও। তাঁদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ বাকি নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের বিষয়ে বাকি তথ্য জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।