— প্রতিনিধিত্বমূলক চিত্র।
গ্রাফিক ডিজ়াইনার পদে কর্মী নিয়োগ করবে কলকাতার রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠান। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিআর), কলকাতার তরফে ওই পদে এক জন ব্যক্তিকে প্রয়োজন। নিযুক্তকে এডিটিংয়ের কাজও করতে হবে।
দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, এমন প্রার্থীরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ‘ভিডিয়ো এডিটিং’ বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকা চাই। পাশাপাশি, ‘প্রিমিয়ার প্রো’, ‘আফটার এফেক্টস’, ‘এফসিপি’, ‘এক্স’-এর মতো এডিটিং সফ্টঅয়্যার ব্যবহার এবং টুডি ও থ্রিডি গ্রাফিক্স তৈরির কাজে দক্ষ হতে হবে।
এক বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩৫ হাজার থেকে ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। লিখিত পরীক্ষা বা ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।
কাজ করতে আগ্রহীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া ফর্মের লিঙ্কে প্রবেশ করে সমস্ত তথ্য জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৩ অক্টোবর।