Jobs in Murshidabad

রিসোর্স পার্সন খুঁজছে মুর্শিদাবাদ প্রশাসন, বিশেষ শর্তে স্নাতকেরাও পাবেন আবেদনের সুযোগ

মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট-এর অধীনে রিসোর্স পার্সন পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১২:৪১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটে কর্মী নিয়োগ করা হবে। ওই কাজের জন্য তিন জন দক্ষ ব্যক্তি প্রয়োজন। সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, নন-ফার্ম লাইভলিহুডস এবং মার্কেটিং বিভাগে নিযুক্তদের কাজ চলবে।

Advertisement

যোগ্যতা:

উল্লিখিত পদে সমাজবিজ্ঞান, সোশ্যাল ওয়ার্ক, রুরাল ডেভেলপমেন্ট, মার্কেটিং, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা কাজের সুযোগ পাবেন। তাঁদের সরকারি বা বেসরকারি সংস্থায় রুরাল ডেভেলপমেন্ট বিভাগে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তাঁদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। বাংলা এবং স্থানীয় ভাষায় সাবলীল হওয়া দরকার।

Advertisement

বেতন:

সংশ্লিষ্ট বিভাগের নিযুক্তদের দৈনিক ১,২০০-২,২০০ টাকা বেতন দেওয়া হবে। মোট ২৬ দিনের চুক্তিতে কাজ চলবে।

আবেদন কী ভাবে?

মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৪ নভেম্বর। আবেদনমূল্য হিসাবে ১০০ থেকে ২০০ টাকা ধার্য করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement