ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো)। ছবি: সংগৃহীত।
ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো)-এ কাজের সুযোগ। ইসরো অধীনস্থ স্পেস অ্যাপ্লিকশন সেন্টারে প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট সায়েন্টিস্ট প্রয়োজন। শূন্যপদ ১৩টি।
আবেদনকারীদের যোগ্যতা:
১. এগ্রিকালচারাল সায়েন্সেস বিষয়ে ডক্টরাল ডিগ্রি থাকলে প্রজেক্ট সায়েন্টিস্ট পদে আবেদন করতে পারবেন। তবে, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরাও আবেদনের সুযোগ পাবেন।
২. প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে জিয়ো ইনফরমেটিক্স, রিমোট সেন্সিং, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, এগ্রিকালচারাল সায়েন্স, প্লান্ট প্যাথোলজি, সয়েল সায়েন্স, ক্রপ ফিজ়িয়োলজি, অ্যাগ্রোনমি কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে।
বেতন এবং অন্য তথ্য:
উল্লিখিত পদে নিযুক্ত ব্যক্তিদের নির্দিষ্ট বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে। নীচে সেই সম্পর্কিত তথ্য দেওয়া হল।
উভয় পদের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের যোগ্যতা যাচাই করা হবে।
২২ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ইসরোর ওয়েবসাইটে (isro.gov.in) গিয়ে সমস্ত নথি পেশ করে আবেদন জানাতে পারবেন।