এইচএমটি লিমিটেড। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান মেশিন টুলস (এইচএমটি) লিমিটেডে বিভিন্ন পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সংস্থার তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় কাজ করার সুযোগ পাবেন বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা। চাকরিপ্রার্থীদের থেকে আবেদন গ্রহণ করা হবে অফলাইনে।
সংস্থায় নিয়োগ হবে ডেপুটি ম্যানেজার (ফিন্যান্স), অফিসার (কোম্পানি সেক্রেটারি), অফিসার (লিগ্যাল) এবং হিন্দি অফিসার পদে। মোট শূন্যপদের সংখ্যা ১২। সংস্থায় কর্মীদের দু’বছরের নির্ধারিত মেয়াদের জন্য নিয়োগ করা হবে। এর পর তাঁদের কাজের ভিত্তিতে এই মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে। নিযুক্তদের পোস্টিং হবে বেঙ্গালুরু, হায়দরাবাদ, কোচি, আজমের-সহ দেশের অন্যান্য শহরে।
বিভিন্ন পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩০ বা ৩৫ বছরের মধ্যে হওয়া জরুরি। পদ অনুযায়ী, নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ১৬,৪০০-৪০,৫০০ টাকা বা ২০,৬০০-৪০,৫০০ টাকা।
হিন্দি অফিসার পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হিন্দি বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। হিন্দি ভাষায় পারদর্শিতার জন্য ‘প্রজ্ঞা’ কোর্স সম্পূর্ণ করতে হবে। থাকতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং দু’বছর কাজের অভিজ্ঞতা। একই ভাবে বাকি পদগুলির জন্যও রয়েছে যোগ্যতার ভিন্ন মাপকাঠি।
আগ্রহীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে। পাশাপাশি, সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদন মূল্য বাবদ ২৫০ এবং ৭৫০ টাকার ডিম্যান্ড ড্রাফটও জমা দিতে হবে। আগামী ১১ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।