প্রতীকী চিত্র।
পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে চাকরির সুযোগ রয়েছে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, বিভিন্ন পদে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইনে।
জেলায় জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে একাধিক পদমর্যাদায় নিয়োগ হবে। পদগুলি হল— ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকোলজিস্ট, মাল্টিরিহ্যাবিলিটেশন ওয়ার্কার, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, স্টাফ নার্স, ব্লক পাবলিক হেল্থ ম্যানেজার, মেডিক্যাল অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান), ব্লক ডেটা ম্যানেজার এবং কাউন্সেলর পদে। মোট শূন্যপদ ৩৬টি। জেলার বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে।
বিভিন্ন পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা স্থির করা হয়েছে ৪০ বা ৬৭ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদের ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৬০,০০০ টাকা।
নানা পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার মাপকাঠি আলাদা হবে। যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকাও জমা দিতে হবে। আগামী ৭ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট থেকে জানা যাবে।