প্রতীকী চিত্র।
শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে কর্মখালি। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পোর্টের ওয়েবসাইটে। নিয়োগকারী সংস্থা ইন্ডিয়ান পোর্টস অ্যাসোসিয়েশন। জানানো হয়েছে, নিয়োগ হবে এগজ়িকিউটিভ পদমর্যাদায়। পোর্টের কলকাতা ডক সিস্টেম এবং হলদিয়া ডক কমপ্লেক্সে নিযুক্তদের পোস্টিং হবে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
পোর্টে নিয়োগ হবে অ্যাকাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট পার্সোনেল অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাফিক ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট এস্টেট ম্যানেজার পদে। মোট শূন্যপদ ৪১টি। সংস্থার ফিন্যান্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাফিক এবং এস্টেট ম্যানেজমেন্ট নিযুক্তদের কাজের সুযোগ মিলবে।
সমস্ত পদে আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৫০,০০০-১,৬০,০০০ টাকা। এ ছাড়া অন্যান্য সুযোগসুবিধাও মিলবে।
অ্যাসিস্ট্যান্ট এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার পদে আবেদনকারীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, দু’বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে। বাকি পদগুলির জন্যেও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
এর জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদনমূল্যের পরিমাণ ২০০/৩০০/৪০০ টাকা। আগামী ৩০ জুলাই আবেদনের শেষ দিন। এর পর অনলাইন কম্পিউটার-নির্ভর পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।