Calcutta High Court Recruitment 2025

কলকাতা হাইকোর্টে চাকরির সুযোগ, নিয়োগ হবে সফটওয়্যার ডেভেলপার পদে, কোন যোগ্যতা প্রয়োজন?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে কাজের মেয়াদ ছ’মাসে। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৩৩ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৩:২২
Share:

কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট থেকে সংগৃহীত।

চুক্তির ভিত্তিতে কলকাতা হাইকোর্টে চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে দ্য হাই কোর্ট অফ কলকাতার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

সফটওয়্যার ডেভেলপার পদে নিযুক্ত হবেন তিন জন। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে কাজের মেয়াদ ছ’মাসে। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৩৩ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে থেকে ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্সে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকা চাই। অথবা এই বিষয়গুলিতে ব্যাচেলর অফ টেকনোলজি/ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। ডেভেলপমেন্টের কাজে এক থেকে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন কী ভাবে?

Advertisement

দ্য হাই কোর্ট অফ কলকাতার (https://www.calcuttahighcourt.gov.in/) ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১০ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দ্য হাই কোর্ট অফ কলকাতার ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement