UPSC Recruitment 2025

ইউপিএসসি-তে দুশোর বেশি শূন্যপদে কর্মী নিয়োগ, কী ভাবে আবেদন জানাবেন?

নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা যাচাই করা হবে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৯:১৯
Share:

ইউপিএসসি। ছবি: সংগৃহীত।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে (ইউপিএসসি) বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ। সম্প্রতি সেই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় সরকারি বিভিন্ন বিভাগে কাজের সুযোগ রয়েছে। এর জন্য অনলাইনে আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

কমিশনে ২৪১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থা রিজিওনাল ডিরেক্টর, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, জুনিয়র সায়েন্টিফিক অফিসার, ম্যানেজার, সেকশন অফিসার-সহ বিভিন্ন পদমর্যাদায় কাজের সুযোগ মিলবে।

প্রতি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

Advertisement

নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা যাচাই করা হবে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

আগ্রহীদের এর জন্য কমিশনের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৭ জুলাই আবেদনের শেষ দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement