Pankaj Dheer

বিনোদনদুনিয়ায় শোকের ছায়া, প্রয়াত জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর, কী হয়েছিল তাঁর?

প্রয়াত জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পুরনো বন্ধু ও সহকর্মী অমিত বহল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৩:৩২
Share:

প্রয়াত অভিনেতা পঙ্কজ ধীর। ছবি: সংগৃহীত।

প্রয়াত জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর। ১৫ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর পুরনো বন্ধু ও সহকর্মী অমিত বহল এই খবর নিশ্চিত করেছেন। বয়স হয়েছিল ৬৮। বি আর চোপড়ার ‘মহাভারত’-এর কর্ণ চরিত্রে তাঁর অভিনয় এখনও দর্শকমনে গেঁথে আছে।

Advertisement

সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন পঙ্কজ। তবে ধীরে ধীরে সেরেও উঠেছিলেন। কিন্তু, মাসকয়েক আগে আবার তাঁর অবস্থার অবনতি হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস্‌ অ্যাসোসিয়েশন’-এর তরফেও শোকপ্রকাশ করে জানানো হয়েছে তাঁর মৃত্যুর কথা। বুধবার, বিকেল সাড়ে ৪টেয় মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

বি আর চোপড়ার ‘মহাভারত’ তাঁকে বিশেষ খ্যাতি এনে দিলেও অজস্র হিন্দি ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ। কাজ করেছেন হিন্দি ধারাবাহিক ও ওয়েব সিরিজ়েও। ‘সোলজার’, ‘জ়মিন’, ‘আন্দাজ়’, ‘টারজ়ান: দ্য ওয়ান্ডার কার’-এর মতো বহু ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তিনি দুটো ছবি পরিচালনাও করেছিলেন। প্রায় ৫৫ বছরের অভিনয়জীবন তাঁর। ২০২৪ সালেও ‘ধ্রুব তারা’ নামে এক ধারাবাহিকে অভিনয় করতেন তিনি।

Advertisement

ভ্রম সংশোধন: এই খবরটিতে পঙ্কজ ধীরের মৃত্যুর তারিখ ভুল লেখা হয়েছিল। অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ১৫ অক্টোবর। ভুল করে সেই তারিখ ১৫ সেপ্টেম্বর লেখা হয়েছিল। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement