New Bengali Mega Lokkhir Jhanpi

বেআইনি আর্থিক সংস্থার কেলেঙ্কারির কোন দিক দেখাবে ‘লক্ষ্মীর ঝাঁপি’? বললেন সৃজিৎ, শুভস্মিতা

চিটফাণ্ড কেলেঙ্কারি নিয়ে এ রাজ্যে কম জলঘোলা হয়নি। সেই ঘটনা এ বার ছোট পর্দায়। কেন এই গল্প বাছলেন পরিচালক-প্রযোজক সৃজিৎ?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৭:৩৭
Share:

ধারাবাহিক ‘লক্ষ্মীর ঝাঁপি’তে শুভস্মিতা মুখোপাধ্যায়। ছবি: ফেসবুক।

টলিউডে একটা সময় বেআইনি আর্থিক সংস্থার টাকা দিয়ে অনেক বাংলা ছবি তৈরি হয়েছে বলে অভিযোগ। সেই কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরে অবশ্য বেআইনি আর্থিক সংস্থার জেরে সাধারণ মানুষের বিপন্নতার কথা কখনও বড় পর্দার বিষয় হয়ে ওঠেনি। ছোট পর্দা সেই সাহস দেখাতে চলেছে। প্রযোজক-পরিচালক সৃজিৎ রায় স্টার জলসায় আনছেন তাঁর নতুন ধারাবাহিক ‘লক্ষ্মীর ঝাঁপি’। যেখানে এ ধরনের এক সংস্থার কর্মী তাঁর মেয়ের বিয়ে দিতে গিয়ে কী ভাবে হেনস্থার শিকার হন, সেই সমস্যা তুলে ধরা হবে। অনেক দিন পরে ছোট পর্দায় নায়কের ভূমিকায় সৌরভ চক্রবর্তী। বিপরীতে ‘হরগৌরী পাইস হোটেল’-খ্যাত নায়িকা শুভস্মিতা মুখোপাধ্যায়।

Advertisement

বেআইনি আর্থিক সংস্থার কেলেঙ্কারি নিয়ে রাজ্যের উচ্চ থেকে নিম্ন আদালতে এখনও মামলা চলছে। এমন একটি বিষয়কে ধারাবাহিকের মাধ্যমে তুলে ধরতে সাহসের প্রয়োজন। কোন ভাবনা থেকে সৃজিৎ এ রকম একটি বিষয় বেছে নিলেন? ৩০ জুলাই থেকে নতুন মেগার সম্প্রচার শুরু। তার আগে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল সৃজিৎ-এর সঙ্গে। প্রযোজক-পরিচালকের কথায়, “কোনও বিতর্ক উস্কে দেব বা নতুন করে তৈরি করব বলে কিন্তু এই ধারাবাহিক প্রযোজনা করছি না। প্রত্যেক মানুষ সঞ্চয় করতে ভালবাসেন। প্রত্যেকের সঞ্চয়ের প্রয়োজন। এই বার্তা দিতেই ধারাবাহিকটি তৈরি।”

সৃজিতের মতোই বিতর্কের লেশমাত্র দেখছেন না ধারাবাহিকের নায়িকা ‘ঝাঁপি’ ওরফে শুভস্মিতা। আগের ধারাবাহিকে তিনি ‘ঐশানী’ হয়ে শ্বশুরবাড়ির পাইস হোটেল সামলেছিলেন। এ বার কী করবেন? “ইতিমধ্যেই ধারাবাহিকের প্রচার ঝলক প্রকাশ্যে এসেছে। আপনারা দেখেছেন, এ ধরনের সংস্থায় চাকরি করায় এক ব্যক্তির মেয়ের বিয়ে ভেঙে যায়। সে কী ভাবে বাবার পাশে দাঁড়াবে? এই নিয়ে গল্প।”

Advertisement

শুভস্মিতা কোনও দিন বেআইনি আর্থিক সংস্থার কেলেঙ্কারির জেরে সর্বস্বান্ত কোনও পরিবারকে কাছে থেকে দেখেছেন? এ রকমই এক পরিবারের প্রতিনিধি তিনি। চরিত্র জীবন্ত করতে নায়িকা অভিযুক্ত বা অভিযোগকারী কোনও সদস্যের সঙ্গে কথা বলেছেন?

নায়িকার কথায়, “মন দিয়ে পুরনো খবরের কাগজ পড়েছি। যেখানে এ রকম ঘটনা সবিস্তার লেখা রয়েছে। সেই খবর পড়ে বুঝেছি, নিজে কোনও কেলেঙ্কারির সঙ্গে যুক্ত না থাকলেও শুধুমাত্র এ ধরনের সংস্থায় চাকরি করার মাশুল গুনতে হয়েছে অনেককে। কী ভাবে পদে পদে অপদস্থ হয়েছেন। অনেকে সহ্য করতে না পেরে গলায় দড়িও দিয়েছেন। আমি তেমনই এক পরিবারের প্রতিনিধি। বাকিটা নিজের অভিনয় দিয়ে ফুটিয়ে তুলব।” ২ জুলাই থেকে ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে। বিপরীতে পোড়-খাওয়া অভিনেতা সৌরভ থাকায় অনেকাংশে সুবিধে হয়েছে তাঁর, দাবি শুভস্মিতার। “ভাল অভিনেতা সঙ্গে থাকলে এমনিতেই অভিনয় ভাল হয়। সৌরভদাও ওঁর অভিজ্ঞতা দিয়ে ‘ঝাঁপি’ হয়ে উঠতে যথেষ্ট সহযোগিতা করছেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement