Tiyasha Lepcha

শুটিং করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড! ফুলদানি ছোড়ার দৃশ্যে অভিনয় করতে গিয়ে কী ঘটল তিয়াসার সঙ্গে?

দৃশ্যগ্রহণের আগে বলা হয়েছিল, তিয়াসা একটি বড় লোহার ফুলদানি ছুড়ে ফেলবেন। চিত্রনাট্য অনুযায়ী শট দিতে গিয়েছিলেন নায়িকা। বোঝেননি, এমন ঘটনা ঘটে যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ২০:২৯
Share:

কী হয়েছে তিয়াসার? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী তিয়াসা লেপচা সমাজমাধ্যমে খুবই সক্রিয়। এই মুহূর্তে ছোটপর্দায় তিনি পরিচিত সুরূপা নামেই। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের গল্প অনেকটাই এগিয়ে গিয়েছে। নতুন চরিত্রদের আগমন ঘটেছে। চলছে টানটান উত্তেজনার পর্ব। ধারাবাহিকের শুটিং করতে গিয়েই রক্তারক্তি কাণ্ড ঘটল তিয়াসার সঙ্গে। প্রতি দিনের মতো শুটিং করছিলেন। সেখানেই ঘটল বিপদ। কী ঘটল তিয়াসার সঙ্গে?

Advertisement

দৃশ্যগ্রহণের আগে বলা হয়েছিল, তিয়াসা একটি বড় লোহার ফুলদানি ছুড়ে ফেলবে। চিত্রনাট্য অনুযায়ী শট দিতে গিয়েছিলেন নায়িকা। সেই লোহার ফুলদানি ছুড়তে গিয়েই ঘটল বিপত্তি। তিয়াসা জানিয়েছেন, সত্যি সত্যিই বড় দুর্ঘটনা ঘটতে পারত। তিয়াসা বলেন, “লোহার ফুলদানি ছুড়তে গিয়ে আমার হাঁটুতে এসে লাগে। অনেকটা কেটে গিয়েছিল হাঁটু। রক্তারক্তি কাণ্ড। তার পর সঙ্গে সঙ্গে ইনঞ্জেকশন নিতে দৌড়োই।” যদিও এখন অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেত্রী।

তিয়াসা জানিয়েছেন, আগের চেয়ে পায়ের ব্যথা কম। তাই রিল ভিডিয়ো করতে অসুবিধা হচ্ছে না তাঁর। এই মুহূর্তে অভিনেতা সোহেল দত্তর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। তাঁদের সম্পর্ক নিয়েও আলোচনার শেষ নেই। কিছু দিন আগে সোহেলের মামাবাড়ির কালীপুজোতেও সক্রিয় ভাবে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তার পর থেকে প্রশ্ন, কবে বিয়ে করছেন তাঁরা? যদিও সেই উত্তর পাওয়া যায়নি। আপাতত নায়িকা ব্যস্ত ধারাবাহিকের শুটিংয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement