Tiyasha Lepcha

সোহেলের বাড়ির ৫০ বছরের কালীপুজো, হবু বৌমা হিসাবে কী কী দায়িত্ব কাঁধে অভিনেত্রী তিয়াসার?

সোহেল দত্তের সঙ্গে তিয়াসা লেপচার সম্পর্কের কথা প্রায় সবারই জানা। তাঁদের সর্বত্র প্রায় একসঙ্গে দেখা যায়। সোহেলের বাড়ির কালীপুজোয়ও কি বড় দায়িত্ব তিয়াসার উপর?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৮:২৮
Share:

(বাঁ দিকে) তিয়াসা লেপচা এবং সোহেল দত্ত, অভিনেতার বাড়ির কালী প্রতিমা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

৫০ বছরের পুরনো কালীপুজো অভিনেতা সোহেল দত্তের বাড়িতে। তাঁর মামা সাত বছর বয়সে বাড়িতে নিয়ে এসেছিলেন কালী প্রতিমা। তার পর থেকেই শুরু। এ বার ৫০তম বছর তাঁদের পুজোর। এই বছরের পুজোর প্রায় অনেক দায়িত্ব সোহেলের কাঁধে। বিশেষ বান্ধবী তিয়াসা লেপচা কি কোনও সাহায্য করলেন?

Advertisement

এই মুহূর্তে তিয়াসা ব্যস্ত ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের শুটিং নিয়ে। তাই খুব যে সময় দিতে পারবেন তা নয়। সোহেল বললেন, “তিয়াসা যে ছুটি পাচ্ছে সেটাই বড় ব্যাপার। তাই এই বছর ওর কাঁধে বেশি দায়িত্ব দেওয়া হয়নি। আমিই অনেকটা সামলাচ্ছি। আগে আমার মামাই সবটা দায়িত্ব নিয়ে করতেন। এখন বয়সও হয়েছে। তাই খুব বেশি চাপ দিই না। মামা উপোস করবেন। বাকি প্যান্ডেল সাজানো থেকে বাকিটা আমি করছি। তিয়াসার আজও শুটিং আছে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় তিয়াসা আর সোহেল যাবেন প্রথমে। তার পর নিজের বাড়ির পুজোয় বাকিটা সময় থাকবেন। সোহেল বললেন, “রাতে পুজো। ভোগে থাকছে পোলাও, আলুর দম আরও কিছু পদ। আগামিকাল ভোগ বিতরণের সময় থাকবে তিয়াসা। তখন কিছুটা সাহায্য করতে পারবে।”

Advertisement

এই মুহূর্তে তিয়াসা যেমন ব্যস্ত নতুন ধারাবাহিকের কাজে। তেমনই সোহেলেরও নতুন কাজের কথা চলছে। তাঁকে শেষ বার দর্শক দেখেছিলেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement