কাঞ্চনের লাটাই কি শ্রীময়ীর হাতে? ছবি: সংগৃহীত।
এক বছর আগের কথা। শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিকের বিয়ের বাসররাত। গান চলছে ‘যতই ঘুড়ি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে’। বিশ্বকর্মাপুজোর দিন বার বার এই পুরনো ভিডিয়োই ঘুরে-ফিরে আসছে সমাজমাধ্যমের পাতায়। বিশ্বকর্মার সঙ্গে ঘুড়ি, লাটাইয়ের নিবিড় যোগ। বিয়ের এক বছর পর কাঞ্চনের ‘লাটাই’ কি তবে শ্রীময়ীরই হাতে?
সম্পর্ককে এই ভাবে দেখতে নারাজ শ্রীময়ী। বিয়ের আগে বহু বছর ধরে কাঞ্চনকে চেনেন তিনি। অভিনেতা তথা তৃণমূল বিধায়ককে জীবনের বিভিন্ন পর্যায়ে কাছ থেকে দেখেছেন। তাই লাটাই ধরে রাখার বিষয় নেই তাঁদের সম্পর্কে। এ কথা জানিয়ে শ্রীময়ী বলেন, “সম্পর্ক ঘুড়ি-লাটাই এই সবে বেঁধে দেওয়ায় আমি একেবারেই বিশ্বাসী নই। সংসার হয়তো মেয়েদের হাতে থাকে, এটা ঠিক। কিন্তু বাইরের সবটা কি আমি নিজের হাতের মুঠোয় রাখতে পারব?”
বিয়ের পর থেকে কাঞ্চন এবং শ্রীময়ীর অনেক মুহূর্তই ফ্রেমবন্দি হয় সমাজমাধ্যমের পাতায়। তা নিয়ে আলোচনাও হয় বিপুল। শ্রীময়ী যোগ করলেন, “কাঞ্চনের জীবনের সব চ্যাপ্টার আমার পড়া। সুতরাং আর ওকে কন্ট্রোল করার কোনও বিষয় নেই।”
পুজোয় মুক্তি পাবে কাঞ্চন অভিনীত ছবি ‘রক্তবীজ ২’। ছবির প্রচারে অভিনেতার সঙ্গে দেখা যাচ্ছে শ্রীময়ীকেও। এই মুহূর্তে সে ভাবে কোনও কাজ শুরু করেননি অভিনেত্রী। ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে পুজোর বিশেষ গানে দেখা যাবে তাঁকে। ভাল চরিত্র পেলে আগামী দিনে আবার ছোটপর্দায় কাজ করবেন শ্রীময়ী।