Jeetu Kamal-Ditipriya Roy Controversy

জীতু-দিতিপ্রিয়া বিতর্ক থামেনি, মুখ্য অভিনেতাদের বিতণ্ডায় কি প্রভাবিত শুটিং-ও! কী বললেন পর্দার ‘কিঙ্কর’?

সমাজমাধ্যমের পাতায় একে অপরকে আক্রমণ করে চলেছেন। ব্যক্তিগত কথোপকথন ফাঁস করেছেন অভিনেতা জীতু কমল। দিতিপ্রিয়াও পাল্টা দিতে ছাড়েননি। এই পরিস্থিতিতে কী বললেন তাঁদের সহ-অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১৩:৫৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের বিতর্ক চলছেই। সমাজমাধ্যমের পাতায় একে অপরকে কটাক্ষ করে চলেছেন। ব্যক্তিগত কথোপকথন ফাঁস করেছেন অভিনেতা। পাল্টা তোপ দেগেছেন নায়িকাও।

Advertisement

মুখ্য চরিত্রাভিনেতাদের এই দ্বন্দ্বে সেটের পরিবেশ ঠিক কেমন? সুস্থ ভাবে কাজ হচ্ছে কি? শোনা গিয়েছে, সাত দিনের মাথায় বন্ধ করে দেওয়া হতে পারে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি। এই পরিস্থিতিতে জীতু এবং দিতিপ্রিয়ার সহ-অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হয় আনন্দবাজার ডট কমের তরফে।

তিনি বললেন, “সবাই আমরা পেশাদার অভিনেতা। সুতরাং কাজের ক্ষেত্রে তো সমস্যা হওয়ার কথা নয়।” এই ধারাবাহিকে অভ্রজিতকে দর্শক দেখছেন ‘কিঙ্কর’ চরিত্রে। গল্পে নায়ক আর্যর সবচেয়ে কাছের মানুষ সে। জীতু আর দিতিপ্রিয়ার সঙ্গেই থাকে তাঁর প্রতিটি শট। সে ক্ষেত্রে সহ-অভিনেতা হিসাবে কি কোনও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁকে? অভ্রজিৎ বললেন, “যদি সমস্যা হত তা হলে কি শুটিং করা সম্ভব হত! তা হলে তো সম্প্রচারই আটকে যেত। জীতুর সঙ্গে শটের বাইরে খুব যে কথা হয় আমার, তা নয়। আর দিতিপ্রিয়াকে বহু দিন ধরে চিনি। ওর বাবার সঙ্গে আমি অভিনয় করেছি। মায়ের সঙ্গেও ভাল সম্পর্ক। সুতরাং আমাদের সঙ্গে কোনও সমস্যা হয়নি। বরং সুস্থ ভাবেই কাজ হচ্ছে।”

Advertisement

আগামী দিনে এই ধারাবাহিকের ভবিষ্যৎ কী হবে, তা জানা নেই। তবে সমাজমাধ্যমের পাতায় নায়ক-নায়িকার এই বিতর্কের পর চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজনা সংস্থার তরফে কিছু জানানো হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement