আলিয়ার প্রাক্তন আপ্ত-সহায়ক বেদিকা শেট্টি কী করেছিলেন প্রতারণার অর্থ দিয়ে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আলিয়া ভট্টের সঙ্গে প্রতারণা করে গ্রেফতার হয়েছেন তাঁর প্রাক্তন আপ্তসহায়ক বেদিকা শেট্টি। ৭৬.৯ লক্ষ টাকার প্রতারণা করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। এই টাকা দিয়ে ঠিক কী কী করেছেন তিনি, এ বার তা এল প্রকাশ্যে।
বেদিকার বিরুদ্ধে অভিযোগ, তিনি আলিয়ার প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা তছরুপ করেছেন। চলতি বছরের শুরুতে আলিয়ার মা সোনি রাজদান এই অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হন তিনি। জানা যাচ্ছে, এই টাকা দিয়ে নাকি অত্যন্ত দামি ও বিলাসবহুল কিছু বৈদ্যুতিন জিনিসপত্র কিনেছেন তিনি। এর মধ্যে রয়েছে ৬৫ ইঞ্চির টিভি, দামি ফ্রিজ। জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা।
বৃহস্পতিবার বেদিকাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তদন্তে উঠে এসেছে, প্রতারণা করে পাওয়া টাকা পাঁচটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময়ে তিনি নিজেই স্বীকার করেছেন, এই টাকা দিয়ে টিভি, ফ্রিজ, আইফোন, আইপ্যাড ইত্যাদি কিনেছিলেন তিনি। সেই সঙ্গে এই টাকা দিয়ে বিলাসবহুল পার্টিরও আয়োজন করতেন তিনি।
শুধুই আর্থিক প্রতারণাই নয়। আলিয়ার ছবি ‘জিগরা’র চিত্রনাট্য ফাঁস করে দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এমনকি, ভট্ট পরিবারের ভ্রমণের পরিকল্পনাও ফাঁস করে দিয়েছিলেন তিনি। আমেরিকার এক বাসিন্দাকে এই খবর পাচার করতেন তিনি। গত মঙ্গলবার বেঙ্গালুরুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল বেদিকা শেট্টিকে।
উল্লেখ্য, একটা সময় আলিয়ার যাবতীয় কাজকর্ম সামলাতেন তিনিই। বেদিকা শেট্টি সকলের অজান্তে আলিয়ার প্রযোজনা সংস্থা, ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৭৬ লক্ষ ৯০ হাজার ৮৯২ টাকা তছরুপ করেছিলেন বলে অভিযোগ। ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়ার আপ্তসহায়ক হিসাবে কাজ করতেন তিনি।