Hiraan Chatterjee Marriage Controversy

দশম শ্রেণিতে তিন বার অনুত্তীর্ণ, কলেজও পার করেননি! হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকার পরিচয় কী?

ঘনিষ্ঠ সূত্র বলছে, ঋতিকা নাকি কোনও দিনই হিরণের আপ্তসহকারি হিসাবে কাজ করেননি। খড়্গপুরেই তাঁদের আলাপ, এ কথা নাকি ঠিক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৫:৩৯
Share:

হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকার পরিচয় কী? ছবি: সংগৃহীত।

মঙ্গলবার দুপুরে সমাজমাধ্যমে বেশ কিছু ছবি দেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তার পর থেকেই যত বিতর্কের সূত্রপাত। বারাণসী ঘাটে ঋতিকা গিরিকে বিয়ের ছবি প্রকাশ্যে আনার পরেই হিরণের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উগরে দেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। এখন প্রশ্ন, এই ঋতিকা গিরি কে? বিভিন্ন মহলে আলোচনা, তিনি হিরণের আপ্তসহকারি হিসাবে কাজ করতেন।

Advertisement

তবে ঘনিষ্ঠ সূত্র বলছে তেমনটা একেবারেই নয়। ঋতিকা নাকি কোনও দিনই হিরণের আপ্তসহকারি হিসাবে কাজ করেননি। খড়্গপুরেই তাঁদের আলাপ, এ কথা নাকি ঠিক। অন্দরের খবর খুবই সাধারণ পরিবারের মেয়ে ঋতিকা। দশম শ্রেণিতে নাকি তিন বার অনুত্তীর্ণ হয়েছিলেন। কোনও রকমে নাকি দ্বাদশ শ্রেণি পর্যন্ত এগিয়েছিলেন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, ঋতিকার মা-বাবার ইচ্ছা ছিল মেয়ে আইন নিয়ে পড়াশোনা করুক। সেই অনুযায়ী ওড়িশার একটি আইন কলেজে ভর্তিও হয়েছিলেন ঋতিকা। শোনা যাচ্ছে, সেখানেও পড়াশোনা শেষ করেননি ঋতিকা। তার পরেই নাকি হিরণের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় তাঁর। সেই সূত্র ধরেই নাকি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। শোনা যায়, মডেলিংও করেছেন ঋতিকা।

যদিও এত বিতর্কের মাঝে হিরণ এখনও কোনও মন্তব্য করেননি। বিয়ে-বিতর্কের মাঝে আত্মপক্ষ সমর্থনে একটি পোস্ট করেছিলেন ঋতিকা। সেই লেখাটিও মুছে দেন তিনি। এই ঘটনার মাঝে মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়কে নিয়ে পুলিশের দ্বারস্থ হন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা। সবটাই আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাই এই বিষয়ে খুব বেশি কথা এই মুহূর্তে বলতে পারবেন না অনিন্দিতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement