Anurag Kashyap against Bollywood

‘অন্যের ছবি আটকে গেলে আনন্দ পায়’, ফের বিস্ফোরক অনুরাগ কাশ্যপ! এ বার নিশানায় কে?

পরিচালক অনুরাগ কাশ্যপের মতে, বলিউড ইন্ডাস্ট্রিতে কোনও একতা নেই। সত্যিই কি তা-ই? ঠিক কী বললেন অনুরাগ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১২
Share:

অনুরাগ কাশ্যপ। ছবি: সংগৃহীত।

হিন্দি সিনেদুনিয়ার মানুষ একে অন্যের দুঃখে আনন্দ পায়, এমনটাই মনে করেন পরিচালক অনুরাগ কাশ্যপ। সত্যিই কি তা-ই? অনুরাগের মতে, এই ইন্ডাস্ট্রিতে কোনও একতা নেই।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ বলেন, “এই ইন্ডাস্ট্রির এটাই সমস্যা, এরা কখনও একত্রিত হতে পারবে না। কারও ছবি আটকে গেলে এরা সবচেয়ে খুশি হয়। কারও ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লে অনেকেরই আনন্দ হয়।” সম্প্রতি মুম্বই ছেড়েছেন অনুরাগ। কারণ, তাঁর মতে, বলিউড ‘টক্সিক’ বা বিষাক্ত। তার পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন তিনি। গত ডিসেম্বরে অনুরাগ জানিয়েছিলেন যে, তিনি দক্ষিণ ভারতে চলে যাওয়ার চেষ্টায় আছেন।

গত মাসেই এক সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, “আমি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম। সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। এখন নিজের জীবন উপভোগ করছি। একটা জিনিস আমি করেছিলাম, হিন্দি ছবি দেখা বন্ধ করে দিই। আমি এমন বিভিন্ন পরিচালকের ছবি দেখা শুরু করি, যাঁরা প্রথম বার সিনেমা বানাচ্ছেন, আমি মলয়ালি ছবি দেখা শুরু করি।” পরিচালকের বক্তব্য, হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির অন্দরে প্রবল পরিমাণে ‘নেতিবাচকতা’র কারণেই মুম্বই ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement