সাবেকি সাজে বাড়ির লক্ষ্মী পুজোয় মাতলেন অপরাজিতা

সেই ১৯৮৯ সাল থেকে পুজো হয়ে আসছে অপরাজিতার বাড়িতে। এ বছর সেই পুজো পা দিল ৩০ বছরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ ১৯:৩৪
Share:

—নিজস্ব চিত্র।

উমা পাড়ি দিয়েছেন কৈলাসে। কিন্তু উৎসবের মেজাজ মোটেও ফিকে হয়ে যায়নি। কোজাগরী পূর্ণিমার দিন সাধারণ থেকে সেলেব মেতে উঠলেন মা লক্ষ্মীর বন্দনায়। বাদ গেলেন না টলি পাড়ার অতি পরিচিত মুখ অপরাজিতা আঢ্যও। পরিবারের সকলের সঙ্গে ভাগ করে নিলেন আনন্দ।

Advertisement

সেই ১৯৮৯ সাল থেকে পুজো হয়ে আসছে অপরাজিতার বাড়িতে। এ বছর সেই পুজো পা দিল ৩০ বছরে। প্রতিবার মাকে বিশেষ থিমে সাজানোই অপরাজিতার বাড়ির পুজোর বিশেষত্ব। আগের বার মা সেজেছিলেন ' ‘পদ্মাবত’ থিমে। এবার কিন্তু মায়ের সাজ একেবারে সাবেকি।

অপরাজিতার কথায়, ‘‘মা এবার একেবারে বাঙালি বউ। লাল রঙের শাড়ি পরে, গয়নাগাঁটি পরে যেন অবিকল বাড়ির বউ।’’ সকাল থেকেই ব্যস্ত অভিনেত্রীও। লোকজন সামলাচ্ছেন একা হাতে। হ্যান্ডলুম শাড়ির সাবেক লুকে তিনি যেন অনন্যা। ভোগের আয়োজনও বিস্তর। খিচুড়ি, লাবড়া, আলুরদম, চাটনি-যাকে বলে শুদ্ধ বাঙালি রান্না।

Advertisement

আরও পড়ুন: কার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ‘ত্রিনয়নী’-র সুধা?

আরও পড়ুন: অমিতাভকে নিজের সন্তান বলেছিলেন জয়া!

সকাল থেকেই ব্যস্ত ছিলেন অপরাজিতা। —নিজস্ব চিত্র।

টেলি পাড়ার কলা-কুশলীরাও ছিলেন আমন্ত্রিত। সব মিলিয়ে সে এক এলাহি আয়োজন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন