(বাঁ দিকে) আরবাজ় খান ও সুরা খান, (ডান দিকে) মলাইকা আরোরা। ছবি: সংগৃহীত।
১৯ বছরের সংসার ভাঙার পরে প্রেম হয়েছে। সেই প্রেম ভেঙেছে। আবার প্রেমে পড়েছেন আরবাজ় খান। বছর দুয়েক আগে ২৩ বছরের ছোট সেই প্রেমিকাকে বিয়ে করেন সলমনের ভাই। বিয়ের প্রায় দু’বছর পরে ৫৮ বছর বয়সে আবার ফের বাবা হয়েছেন। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সুরা খান। ২৪ ডিসেম্বর বিয়ের দ্বিতীয় জন্মদিন। খুশিতে নাচছেন আরবাজ়, সঙ্গে কি খোঁচা দিলেন প্রাক্তন স্ত্রী মলাইকা অরোরাকে?
২০২৩ সালের ২৪ ডিসেম্বর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের উপস্থিতিতে দ্বিতীয় বিয়ে সেরেছিলেন আরবাজ়। অভিনেত্রী না হলেও সুরার সঙ্গে রয়েছে বলিউডের যোগসূত্র। রবীনা টন্ডন-সহ বলিউডের একাধিক পরিচিত নায়িকার রূপটানশিল্পী সুরা। এমনকি, রবীনার মাধ্যমেই সুরার সঙ্গে আলাপ হয়েছিল আরবাজ়ের। বিয়ের পরে এই দুই বছর আরবাজ়ের সঙ্গে প্রতিটা দিন আনন্দে কাটিয়েছেন, লিখেছেন সুরা। সঙ্গে ভাগ করে নিয়েছেন আরবাজ়ের একগুচ্ছ নাচের ভিডিয়ো।
এই ভিডিয়োর মাধ্যমেই কি মলাইকাকে খোঁচা দিলেন আরবাজ়? প্রথম ভিডিয়োতেই দেখা যাচ্ছে অভিনেতা ‘তেরে লিয়ে ম্যায়নে পহেলিওয়ালি ছোড়দি’ গানের তালে নাচছেন। অর্থাৎ যে গানের বাংলা অর্থ দাঁড়ায় ‘তোর জন্য তো প্রথমজনকে ছেড়ে দিলাম’। নাচের সময় সুরাকেই আঙুল দিয়ে দেখাচ্ছেন অভিনেতা। ক্যামেরার পিছনে অট্টহাসি সুরার। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটাগরিকদের কেউ লেখেন, ‘‘এরা দু’জনে মিলে কাউকে খোঁচা দিচ্ছেন মনে হচ্ছে।’’ কারও মতে, ‘‘মলাইকাকে ছেড়ে অবশেষে ভাল আছেন আরবাজ়।’’
অনেকেরই ধারণা, এই ভিডিয়োর মাধ্যমে আসলে মলাইকাকেই খোঁচা দিতে চেয়েছেন অভিনেতা। অতীতে অবশ্য মলাইকাও বেশি বয়সি পুরুষের সঙ্গে কম বয়সি নারীর বিয়ে নিয়ে নানাবিধ মন্তব্য করেছেন। তবে সবটাই হয়েছে নাম না করে।