Dhurandhar

মুম্বই বিস্ফোরণের দৃশ্যের পরে রণবীর ও বাকি অভিনেতাদের কী অবস্থা হয়েছিল? জানালেন অর্জুন

এই ছবিতে রণবীর সিংহ ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন। ‘হামজ়া’ নামে সেই চরিত্র পাকিস্তানের রেহমান বালোচের দলে গিয়ে যোগ দেয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৪:১৯
Share:

মুম্বই বিস্ফোরণের দৃশ্যের পরে কী হয়েছিল অর্জুন ও রণবীরদের? ছবি: সংগৃহীত।

বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে আদিত্য ধরের ‘ধুরন্ধর’। ছবিতে পাকিস্তানের লিয়ারি শহরে গ্যাংস্টারদের কার্যকলাপ দেখানো য়েছে। পাশাপাশি, ২০০৮ সালে ২৬ নভেম্বর মুম্বইয়ে বিস্ফোরণের ঘটনাও দেখানো হয়েছে। দর্শকের দাবি, সেই দৃশ্যটি খুবই রোমহর্ষক। ওই দৃশ্যে অভিনয়ের সময়ে রণবীর সিংহের মনের অবস্থা কেমন ছিল, তা প্রকাশ্যে এনেছেন অর্জুন রামপাল।

Advertisement

এই ছবিতে রণবীর ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন। ‘হামজ়া’ নামে সেই চরিত্র পাকিস্তানের রেহমান বালোচের দলে গিয়ে যোগ দেয়। সেখান থেকেই আইএসআই আধিকারিকের সঙ্গে যোগসূত্র। পর্দায় তুলে ধরা হয়েছে সেই ভয়াবহ রোমহর্ষক কাণ্ডের দৃশ্য।

এই দৃশ্যে রণবীরের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। এক দর্শক সমাজমাধ্যমে লিখেছেন, “২৬/১১ দৃশ্যটি মনে দাগ কাটার মতো। দর্শক হিসাবে হামজ়ার চরিত্রটি আমরা অনুভব করতে পেরেছি। এই চরিত্রের যন্ত্রণা অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন রণবীর। কিন্তু দৃশ্যটি শেষ হওয়ার পরে প্রত্যেকে ভারতীয় হিসাবে কী অনুভব করছিলেন?”

Advertisement

অর্জুন রামপাল আইএসআই আধিকারিকের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর মন্তব্য, “আমার জীবনের সবচেয়ে কঠিন দৃশ্য এটা। পুরো প্রেক্ষাগৃহ এই দৃশ্য দেখার পরে স্তব্ধ হয়ে যায়। আমার বাবা ছবি দেখতে খুব একটা ভালবাসেন না। তিনি পর্যন্ত এই দৃশ্য দেখে কেঁদে ফেলেছেন।”

ছবিতে রণবীরের অভিনয়ের প্রশংসা করেছেন অর্জুন। তিনি লিখেছেন, “পাশবিক অভিনেতা রণবীর তথা হামজ়াকে বলতে চাই, কাজের প্রতি তুমি কতটা নিষ্ঠাবান, তা চাক্ষুষ করা আমার কাছে সত্যিই ভাগ্যের।” অক্ষয় খন্না ও সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করেও নিজেকে ধন্য মনে করছেন বলে জানান অর্জুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement